× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

১৭২ দিন পর দেশে ফিরলো সমুদ্রে হারিয়ে যাওয়া ইমরান

বাংলারজমিন

বরগুনা প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২০, শনিবার

শখের বশে নানার ট্রলারে চেপে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পরে গভীর সমুদ্রে ছিটকে পড়ে বরগুনার পাথরঘাটা উপজেলার ১৪ বছরের কিশোর ইমরান হোসেন। পরনের লুঙ্গি ফুলিয়ে পাঁচদিন সমুদ্রে ভেসে ছিল ইমরান। কিশোর ইমরান পাথরঘাটা উপজেলার চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী ও মডেরখাল এলাকার মো. এছাহাক খানের ছেলে। ঘটনার ১৭২ দিন পর শুক্রবার বিকেল ৪টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বেনাপোল সীমান্তে বিজিবি এর কাছে হস্তান্তর করে। এসময়  ইমরানের বাবা ও স্বজনরা সেখানে উপস্থিত ছিলেন। পরে বেনাপোল থানার মাধ্যমে ইমরানকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

জানাযায়, গত বছরের ২৬ আগস্ট মাছ ধরার ট্রলার থেকে ছিটকে পড়ে উত্তাল সমুদ্রে ভেসে যায় ইমরান। তখন পরনের লুঙ্গি ফুলিয়ে পাচঁ দিন ভেসে থাকার পর ভারতীয় জেলেদের নজরে আসলে তারা তাকে উদ্ধার করে পশ্চিমবঙ্গের রায়দিঘি থানার পুলিশের হাতে সোপর্দ করেন। পরে তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় রায়দিঘি স্থানীয় হাসপাতালে।
সেখান থেকে ভোলাহাট থানার নূর আলী মেমোরিয়াল সোসাইটি নামে একটি শিশু যতœ ও শিশু সুরক্ষা কেন্দ্রে রাখা হয়। বাংলাদেশে ফেরার আগ পর্যন্ত ইমরান সেখানেই ছিল। দীর্ঘ আইনি বেড়াজাল ও কূটনৈতিক যোগাযোগের পর ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ বেনাপোল সীমান্তে বিজিবি এর কাছে বিকাল ৪টা ২০ মিনিটে হস্তান্তর করে। সেখান থেকে ইমরানের বাবা ও স্বজনরা তাকে বেনাপোল থানার মাধ্যমে গ্রহণ করে। গত বছরের ২৩ আগস্ট সমুদ্রে মাছ শিকার করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে ইমরান। ইমরানের সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে গত ৩১ আগস্ট রাতে পাথরঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর