× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

আমার দেখা এরশাদ’ বইয়ের মোড়ক উন্মোচন

এক্সক্লুসিভ

স্টাফ রিপোর্টার
১৬ ফেব্রুয়ারি ২০২০, রবিবার

প্রয়াত প্রেসিডেন্ট  ও জাতীয় পার্টির (জাপা) সাবেক চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের রাজনৈতিক জীবন নিয়ে লেখা ‘আমার দেখা এরশাদ’ বইটির  মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় এক অনুষ্ঠানে বইটির  মোড়ক উন্মোচন করেন জাতীয়  পার্টির চেয়ারম্যান জি এম কাদের। দলটির সাবেক প্রেসিডিয়াম সদস্য সাঈদ তারেক রাজনৈতিক স্মৃতি-আলেখ্য ‘আমার  দেখা এরশাদ’ বইটি লিখেছেন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জি এম কাদের বলেন, ্তুবইটিতে হুসেইন মুহম্মদ এরশাদকে আপনারা যেভাবে দেখেছেন ঠিক  সেভাবেই  লেখা হয়েছে। হুসেইন মুহম্মদ এরশাদ কিভাবে রাজনীতিতে আসলেন লেখক এখানে সে বিষয়টিও তুলে ধরেছেন।্থতিনি বলেন, জাতীয় পার্টি সব সময় বাংলাদেশের রাজনীতিতে নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে। দেশের রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে জাতীয় পার্টি অসাধারণ ভূমিকা রেখেছে। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ নিয়ে জাতীয় পার্টি গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামে এগিয়ে যাবে। এসময় তিনি বই থেকে কিছু অংশ পড়ে শোনান।
বইটির লেখক সাঈদ তারেক এর সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন বিশিষ্ট কলামিস্ট ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি, বিশিষ্ট সাংবাদিক সামসুদ্দিন আহমেদ  পেয়ারা, সাবেক সংসদ সদস্য আহসান হাবিব লিংকন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, আলমগীর সিকদার লোটন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাতীয়  পার্টির  প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, মো. রেজাউল ইসলাম ভুইয়া, জহিরুল ইসলাম জহির, চেয়ারম্যানের উপদেষ্টা ড. নুরুল আজহার শামীম, সরদার শাহজাহান, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, মো. ইকবাল হোসেন তাপস,  মো. বেলাল হোসেন, দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ, যুগ্ম-দপ্তর সম্পাদক মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, সম্পাদক মন্ডলীর সদস্য আবু জায়েদ আল মাখন সরকার,  মো. হেলাল উদ্দিন, মাসুদুর রহমান মাসুম, মিজানুর রহমান মিরু ,মো. জহিরুল ইসলাম মিন্টু, ফজলুল হক ফজলু, মো. শাহাজাহান কবির, মো. শহিদ  হোসেন সেন্টু,  মেহবুব হাসান, কেন্দ্রীয় নেতা-মোস্তাকিম বিল্লাহ,মো. ফারুক শেঠ, মো. সোলায়মান সামি, জিয়াউর রহমান বিপুল  প্রমুখ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর