× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

বিএনপি বিটের সাংবাদিকদের জমকালো মিলনমেলা

অনলাইন

স্টাফ রিপোর্টার
(৪ বছর আগে) ফেব্রুয়ারি ১৫, ২০২০, শনিবার, ১১:১৩ পূর্বাহ্ন

দিনভন নানা আয়োজনে বিএনপি বিটের বিভিন্ন গণমাধ্যমের কয়েকশ সাংবাদিকের পিকনিক ও ফ্যামিলি ডে পালিত হয়েছে। শনিবার গাজীপুরের রাজেন্দ্রপুরে সাবাহ গার্ডেনে অনুষ্ঠিত পিকনিক সাংবাদিকদের মেলায় পরিণত হয়। দীর্ঘদিন পর এমন আয়োজনে উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। অাগে কিছুটা নিয়মিত হলে বেশ কয়েক বছর ধরে নানা কারণে বন্ধ ছিলো গুরুত্বপূর্ণ রাজনৈতাক বিটের সাংবাদিকদের সম্মিলন। এবার রাজনৈতিক অঙ্গণে কিছুটা স্বস্তি থাকায় বিটের জেষ্ঠ্য সাংবাদিকদের উদ্যোগে শেষষ হলো এ বিশাল আয়োজন। প্রীতি ক্রিকেট ম্যাচ, নারী সদস্যরা পিলু পাসিং, অনুভুতি প্রকাশ, বিটে কাজ নিয়ে স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র ছিলো অন্যতম আকর্ষন। এসব নিয়ে হইহুল্লুর আর আনন্দ করে দিন পার করেছেন সাংবাদিকরা। সকালে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে একে একে দশটি বাস পিকনিক স্পটের উদ্দেশে রওনা হয়।
গাড়িতে পরিবেশ করা হয় উন্নতমানের সকালের নাস্তা। বেলা ১১টার পর স্পটে পৌঁছে যে যার মতো ঘুরে নেন প্রায় ৩২ বিঘা জমির উপর তৈরী করা সাবাহ গার্ডেনে।

এরপরই শুরু হয় দৈনিক পত্রিকা, অনলাইন গণমাধ্যম এবং টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের মধ্যে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত টেলিভিশনের সাংবাদিকরা দুই উইকেটে হেরে যায়। পুরস্কার হিসেবে বিজয়ীদের হাতে পাঁচহাজার টাকার প্রাইজমানি তুলে দেয়া হয়। এরই ফাঁকে ফাঁকে চলতে থাকে পিতাই, ভাপা ও তেলের পিঠা দিয়ে আপ্যায়ন। সঙ্গে বাওকুলও খেয়েছেন যে যার মতো করে। পরে সদস্যদের হাতে তু্লে দেয়া হয় বিশাল গিফট হ্যাম্পার। শুধু বিটের সদস্যরাই নয়, সঙ্গে আসা স্ত্রী ও সন্তানদের জন্যও ছিলো চমৎকার কমন গিফট। সঙ্গে পিকনিক উপলক্ষে প্রকাশিত 'ঐকতান' সবার হাতে তুলে দেয়া হয়। এরপর দৃপুরের নামাজের বিরতির পর ভুড়িভোজ শুরু হয়।পদ্মার ইলিশ, মুরগি, গরুর রেজালা, পায়েশ ও দধি দিয়ে সবাইকে আপ্যায়ন করা হয়। দুপুরের খাবার শেষে মূল মঞ্চে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। নামীদামী শিল্পীরা একে একে পরিবেশন করেন জনপ্রিয় সব গান। শিল্পীদের মনমুগ্ধকর পরিবেশনায় সবাইকে আনন্দে মাতোয়ারা করে তোলে। ফাঁকে ফাঁকে সিনিয়র এবং জুনিয়রদের মধ্য থেকে অনুভুতি প্রকাশ করা হয়। এসময় সবাই নিজেদের মধ্যে পারস্পারিক সৌহার্দ্য বৃদ্ধির জন্য নিয়মিত এমন আয়োজনের প্রশংসা করেন।

নিয়মিত এমন সম্মিলনের দাবি করেন। একইসঙ্গে পেশাগত কাজের ক্ষেত্রে যাতে একে অন্যের পাশে দাঁড়ানো হয় সেদিকে গুরুত্বারোপ করেন। সবশেষ অনুষ্ঠিত হয় আকর্ষনীয় র্যাফেল ড্র। মোট ১৩১টি পুরস্কারের মধ্যে ১ম পুরস্কার এয়ার এশিয়ার সৌজন্যে ঢাকা- কুয়ালালামপুর-ঢাকা ( কাপল টিকেট ) বিমান টিকেট পেয়েছেন আমাদের সময়ের মামুন স্টালিন। দ্বিতীয় পুরস্কার ইউএস বাংলার সৌজন্যে ঢাকা ব্যাংকক ঢাকা (কাপল টিকেট) পেয়েছেন এটিএন নিউজের নাজিয়া আফরিন। আর তৃতীয় পুরস্কার হিসেব ল্যাপটপ পেয়েছেন রেডিও টুডের আনোয়ার হোসেন। এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি বিটের সব থেকে বয়োজ্যেষ্ঠ বিডিনিউজ ২৪ ডটকমের প্রধান রাজনৈতিক প্রতিবেদক সুমন মাহমুদকে সম্মাননা জাননো হয়। তাদের আয়োজকদের পক্ষ থেকে ক্রেস্ট উপহার দেয়া হয়। পিকনিক, কমিটির আহ্বায়ক খুরশিদ আলম ছাড়াও পুরো আয়োজন তদারকিতে ছিলেন দিনকালের রাশিদুল ইসলাম, নয়াদিগন্তের মঈন উদ্দিন, যুগান্তরের হাবিবুর রহমান, আমাদের সময়ের হাসান শিপলু, যায়যায়দিনের হাসান মোল্লা, কালেরকণ্ঠের শফিক শাফি, এটিএন বাংলার মইনুল আহসান, এনটিভির মাকসুদুল হাসান, বাংলাদেশ প্রতিদিনের আজহার মাহমুদ, সমকালের কামরুল হাসান, পরিবর্তনের মাহমুদুর রহমানসহ আরো অনেকে। গাজীপুরের বিএনপি নেতা ও সাবাহ গার্ডেনের স্বত্ত্বাধিকারি হাসান উদ্দিন সরকার, হুমায়ুন কবির ছাড়াও সিনিয়র সাংবাদিক ও সাবেক বর্তমান সাংবাদিক নেতাদের মধ্যে কামাল উদ্দিন সবুজ, সৈয়দ অাবদাল আহমেদ, কাদের গনি চৌধূরী, ইলিয়াস খান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর