× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

স্প্যানিশ লা লিগা /৬ বছর পর এমন অভিজ্ঞতা হলো মেসির

খেলা

স্পোর্টস ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২০, রবিবার

লা লিগায় বার্সেলোনার শেষ ৭ গোলের ৬টিতেই লিওনেল মেসির অবদান। তবে নিজে গোল পাননি টানা চার লীগ ম্যাচে। শনিবার গেতাফের বিপক্ষে মেসি গোলহীন থাকলেও আঁতোয়ান গ্রিজম্যানকে দিয়ে করান একটি। সঙ্গে সার্জি রবার্তোর লক্ষ্যভেদে ২-১ ব্যবধানে জেতে বার্সা। 

৬ বছর পর এমন অভিজ্ঞতা হলো মেসির। এর আগে ২০১৩ সালের অক্টোবর থেকে ২০১৪’র জানুয়ারি পর্যন্ত টানা ৪ লীগ ম্যাচে গোলহীন ছিলেন তিনি।

এ জয়েও পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানেই থাকতে হচ্ছে বার্সেলোনাকে। ২৪ ম্যাচে কিকে সেতিয়েনের দলের সংগ্রহ ৫২ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা রিয়ালেরও পয়েন্ট সমান। তবে গোল গড়ে এগিয়ে শীর্ষে রয়েছে কোচ জিনেদিন জিদানের দল।
৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে গেতাফে।

ন্যু ক্যাম্পে শুরুতে গোল করেও এগিয়ে যাওয়া হয়নি গেতাফের। স্যামুয়েল উমতিতিকে ফাউল করায় অ্যালান নায়মের গোল বাতিল করে দেয় ভিএআর। ৩৩তম মিনিটে মেসির পাস থেকে বার্সাকে লিড এনে দেন ফরাসি তারকা গ্রিজম্যান। ৬ মিনিট পর জুনিয়র ফিরপোর অ্যাসিস্টে দ্বিতীয় গোল করেন সার্জি রাবার্তো।

দ্বিতীয়ার্ধে বার্সাকে চাপে ফেলে গেতাফে। ৬৬তম মিনিটে অ্যাঞ্জেল রদ্রিগেজের গোলে ব্যবধান কমায় ক্লাবটি। রদ্রিগেজের আরেকটি নিশ্চিত গোল ঠেকিয়ে দেন বার্সার জার্মান গোলরক্ষক মার্ক আন্দ্রে টার স্টেগান।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর