× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

অভিনয়ে ফিরছেন আলভী

বিনোদন

স্টাফ রিপোর্টার
১৭ ফেব্রুয়ারি ২০২০, সোমবার

লাক্স তারকাভিনেত্রী শেখ সামরোজ আজমী আলভী দুই বছর বিরতির পর আবারো অভিনয়ে ফিরছেন। আগামীকাল থেকে তিনি ফরিদুল হাসানের পরিচালনায় মেগা ধারাবাহিক নাটক ‘ফরেন ভিলেজ’-এ অভিনয়ের মধ্যদিয়ে আবারো ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন। এই নাটকে বিদেশ ফেরত মিস সুইটির চরিত্রে অভিনয় করবেন বলে নিশ্চিত করেছেন এ অভিনেত্রী। নাটকটি লিখেছেন বরজাহান হোসেন। নাটকে আলভীর মায়ের চরিত্রে অভিনয় করবেন দিলারা জামান। এই ধারাবাহিকের কাজ করার পরপরই আলভী আগামী মাসের শুরু থেকে নির্মাতা কায়সার আহমেদের পরিচালনায় ‘চাঁন বিরিয়ানি’ নামে আরেকটি ধারাবাহিকের কাজ শুরু করবেন। এ নাটকটি রচনা করেছেন রিজওয়ান খান। নাটকটি নির্মিত হবে মাছরাঙা টিভির জন্য।
অন্যদিকে ‘ফরেন ভিলেজ’ নাটকটি নির্মিত হবে বাংলাভিশনে প্রচারের জন্য। বিরতির পর অভিনয়ে ফেরা প্রসঙ্গে আলভী বলেন, ২০১৮ সালের ২৫শে জানুয়ারি আমার কোলজুড়ে প্রথম সন্তান কন্যা আহেলী আসে। এরপর থেকে প্রায় দু’বছর তাকে নিয়েই আমার যত ব্যস্ততা ছিল। তাই অভিনয়ে সময় দেয়া একেবারেই সম্ভব হয়নি। এখন বেশকিছুটা গুছিয়ে নিয়েছি। তাই আবারো অভিনয়ে নিজেকে ব্যস্ত করে তুলতে চাচ্ছি। এদিকে অভিনয়ে নিয়মিত হওয়ার পাশাপাশি আলভী উপস্থাপনায় খুব আগ্রহ প্রকাশ করেছেন। ২০১৭ সালে তিনি বাংলাভিশনে ‘আমাদের রান্না ঘর’ অনুষ্ঠানটি প্রায় একবছর উপস্থাপনা করেন।  দুই বছর আগে সর্বশেষ ফরিদুল হাসানের সাত পর্বের ধারাবাহিক ‘বউয়ের দোয়া পরিবহন’ ও শাহজাদা মামুনের ‘পাত্র নির্বাচন’ খণ্ড নাটকে অভিনয় করেন আলভী। সিনেমাতে কাজ করারও প্রবল আগ্রহ আছে তার। এক্ষেত্রে তার বেশি আগ্রহ মুক্তিযুদ্ধের গল্পভিত্তিক সিনেমায়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর