× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজয়ী ৬ ক্রিকেটারকে নিয়েই বিসিবি একাদশ

খেলা

স্পোর্টস ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২০, সোমবার

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ছয় ক্রিকেটার খেলছেন সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে। বাংলাদেশকে প্রথমবারের মতো আইসিসির বিশ্ব আসরের শিরোপা জেতানো দলের ৬ জনকে নিয়েই জিম্বাবুয়ের বিপক্ষে দু’দিনের প্রস্তুতি ম্যাচের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৮ই ফেব্রুয়ারি থেকে বিকেএসপিতে শুরু হতে যাওয়া প্রস্তুতি ম্যাচের বিসিবি দলে তরুণদের প্রাধান্য। ১৩ সদস্যের বিসিবি একাদশের খেলোয়াড়দের মধ্যে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে কেবল নাঈম শেখ ও আমিনুল ইসলাম বিপ্লবের। যুব বিশ্বকাপজয়ী দল থেকে সুযোগ পেয়েছেন আকবর আলী, মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, শরিফুল ইসলাম ও শাহাদাত হোসেন। এর আগে নির্বাচক হাবিবুল বাশার বলেছিলেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা পাঁচ-ছয়জনকে রাখছি। আমাদের বেশির ভাগ ক্রিকেটার এখন খেলার মধ্যে আছে। সবাই বিসিএল খেলছে।
যেহেতু সবাই খেলার মধ্যে আছে, দুদিনের জন্য নতুন করে টানাটানি করিনি। যেহেতু প্রস্তুতি ম্যাচ, আমরা ওদের একটু দেখতেই পারি। এদের মধ্যে শরিফুল “এ” দলেও ছিল।’ ১ টেস্ট, ৩ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টি খেলতে জিম্বাবুয়ে ক্রিকেট দল এখন ঢাকায়। আগামী ১৮ ও ১৯শে ফেব্রুয়ারি বিকেএসপিতে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার পর মিরপুর টেস্ট শুরু হবে ২২শে ফেব্রুয়ারি।
১৩ সদস্যের বিসিবি একাদশ
নাঈম শেখ, আকবর আলী, মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, শরিফুল ইসলাম, শাহাদাত হোসেন, আল আমিন জুনিয়র, সুমন খান, ফারদিন খান, মুকিদুল ইসলাম মুগ্ধ. আমিনুল ইসলাম বিপ্লব ও রিশাত আহমেদ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর