× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

৮ গোলের থ্রিলারে পয়েন্ট ভাগাভাগি পিএসজি’র

খেলা

স্পোর্টস ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২০, সোমবার

এমন ম্যাচ দেখতেই মাঠে যান দর্শকরা। যেমনটি দেখা গেল শনিবার ফরাসি লীগ ওয়ানে। অ্যাঁমিয়ের মাঠে ৪০ মিনিটেই ৩-০ গোলে পিছিয়ে পড়ে নেইমার-এমবাপ্পেহীন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। আবার তারাই ৭৪তম মিনিটে এগিয়ে যায় ৪-৩ গোলে। কিন্তু ম্যাচের যোগকরা সময়ে গোল করে নাটকীয় ড্র নিয়ে মাঠ ছাড়ে অ্যাঁমিয়ে।
স্তাদ দি লা লিকর্নে পঞ্চম মিনিটে সেরহু গিরাসির গোলে এগিয়ে যায় অ্যাঁমিয়ে। ২৯তম মিনিটে দ্বিতীয় গোল করেন গায়েল কাকুতা। আর ৪০তম মিনিটে ফসেনি দিয়াবাতের গোলে স্কোরলাইন ৩-০ বানিয়ে ফেলে স্বাগতিকরা। বিরতির আগে পিএসজির হয়ে এক গোল শোধ করেন আন্দার হেরেরা।  দ্বিতীয়ার্ধে ১৪ মিনিটের মধ্যে তিনবার অ্যাঁমিয়ের জালে বল পাঠায় পিএসজি।
৬০ ও ৬৫তম মিনিটে গোল করেন ১৭ বছর ২৫৩ দিন বয়সী ফরাসি ডিফেন্ডার ট্যাঙ্গাই কুয়াসি। লীগ ওয়ানে পিএসজির জার্সিতে গোল পাওয়া দ্বিতীয় বয়োকনিষ্ঠ ফুটবলার তিনি। ১৯৭৬ সালে ১৭ বছর ২১২ দিন বয়সে গোল করেন লিওনেল জুসটিয়ার। লীগ ওয়ানে ২৫ ম্যাচে এটি পিএসজির দ্বিতীয় ড্র। ২০ জয় ও ৩ হারে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি। ৪৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অলিম্পিক মার্শেই।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর