× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

সাভারে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

শেষের পাতা

স্টাফ রিপোর্টার, সাভার থেকে
১৭ ফেব্রুয়ারি ২০২০, সোমবার

সাভারে বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় পুলিশ-শ্রমিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামাইর এলাকায় সার্ক নিটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা সাভার-বিরুলিয়া-মিরপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়ক অবরোধকারীদের সরিয়ে দেয়ার চেষ্টা করে।   এ সময় শ্রমিকরা বেতন ছাড়া রাস্তা ছাড়বে না বলে জানালে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ শ্রমিকদেরকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করলে কমপক্ষে দশ শ্রমিক আহত হয়েছে বলে দাবি করেছে শ্রমিকরা। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন সাভার মডেল থানার ওসি (অপারেশন) জাকারিয়া হোসেন। বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, ওই পোশাক কারখানায় কাজ করে আসছিলেন কয়েক’শ শ্রমিক। শ্রমিকদের জানুয়ারি মাসের বেতন প্রদান না করেই সকালে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কারখানার মূল ফটকে নোটিশ টাঙ্গিয়ে দেন কর্তৃপক্ষ।
সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগদান করতে এসে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখে উত্তেজিত হয়ে উঠে। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়কে টায়ার জ্বালিয়ে আগুন দিয়ে সাভার-মিরপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে। পরে শ্রমিকরা দুপুর ১২টার দিকে রাজধানীর বিজিএমইএ ভবনের উদ্দেশ্যে এলাকা ত্যাগ করেন। এদিকে ওই আঞ্চলিক সড়ক সাড়ে তিন ঘণ্টা অবরোধ করার ফলে রাস্তার দু’পাশে আটকা পড়েছিলো শত শত যানবাহন। এসময় যাত্রীরা চরম দুর্ভোগে পড়লে আন্দোলনকারী শ্রমিক ও পুলিশ মুখোমুখি অবস্থান নেয়। বিক্ষুব্ধ শ্রমিক হাজেরা বেগম জানান, সার্ক নিটওয়্যার লিমিটেড কারখানার প্রায় এক হাজার শ্রমিক কাজ করলেও প্রতি মাসে নির্দিষ্ট সময়ে বেতন প্রদান না করে টালবাহানা করে কারখানা কর্র্তৃপক্ষ। গত কয়েকদিন ধরেই জানুয়ারি মাসের বেতনও দিচ্ছে না কারখানা কর্তৃপক্ষ। সকালে বেতন পরিশোধের কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানার মূল ফটকে বন্ধের নোটিশ টানিয়ে দেয়।  নোটিশের ব্যাপারে কারখানার অ্যাডমিন ম্যানেজার মিরাজ হোসেন জানান, ওই নোটিশের ব্যাপারে আমি কিছুই জানি না। এটা সম্ভবত হেড অফিস আমার নাম দিয়ে নোটিশ টানিয়েছে। সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জাকারিয়া বলেন, বকেয়া  বেতন পরিশোধের জন্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর