× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

প্রাপ্তবয়স্কদের জন্য রাজীবুলের ‘ডাউন বাই দ্য সি’

বিনোদন

স্টাফ রিপোর্টার
১৭ ফেব্রুয়ারি ২০২০, সোমবার

‘হৃদয়ের রংধনু’ সিনেমার পর নির্মাতা রাজীবুল হোসেন এবার নির্মাণ করছেন ইংরেজি চলচ্চিত্র। ছবিটির নাম রাখা হয়েছে ‘ডাউন বাই দ্য সি’। রাজীবুল হোসনের আগের ছবির মত এ ছবির গল্পের কেন্দ্রবিন্দু তরুণ প্রজন্ম। এরইমধ্যে নতুন এ সিনেমার একটি লুকও প্রকাশ করেছেন তিনি। ছবিটি নিয়ে পরিচালক রাজীবুল হোসেন বলেন, একজন মানুষের মাল্টিপল পারসোনালিটি ডিজঅর্ডার নিয়ে ছবির গল্প। বলা যায়, বর্তমানে তরুণ প্রজন্মের ভিতর এটি চলছে। শহুরে একটি গল্প। এর গল্প বলতে পারেন প্রাপ্তবয়স্কদের জন্য।
রোমান্টিক এ ছবির শুটিং শুরু হয়েছে তিন মাস আগে। ঢাকা, কক্সবাজার, সাজেকের মনোরম লোকেশনে এর শুটিং হয়েছে। এ ছবির দৈর্ঘ্য হবে প্রায় ৮০ মিনিট। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ফজলে রাব্বী শাকিল ও অদিতি। ছবিটির কোনও বাংলা ভার্সন হবে না বলে জানালেন রাজীবুল হোসেন। তিনি আরো বলেন, এখানে দুটা কারণ কাজ করছে। প্রথমত ছবির বিষয়বস্তু বৈশ্বিক। দ্বিতীয় এটি বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটের অনেকটাই বাইরের গল্প। তাই আমরা মনে করেছি, বেটার টু লুক ফর গ্লোবাল। শুধু বাংলা ভার্সন নয়, বাংলাদেশেও মুক্তির খুব একটা চিন্তা নেই পরিচালকের। ছবিটিতে সিনেমাটোগ্রাফার হিসেবে আছেন ইসরাত জাহান পিয়াল। জানা যায়, তিনটি গান থাকছে ছবিতে। গানের কথা, সুর ও কণ্ঠ টিংকু। সঙ্গীতশিল্পী টিংকু মীর্জা মুশফিকুর সালেহীনের একই নামের গান থেকে ছবির মূল গল্প আর নাম নেওয়া হয়েছে। সংগীতায়োজনে নীলকণ্ঠ। প্রযোজনা করছে এআইএমসি। রাজীবুল হোসেনের হাতে এখন আরও দুটি ছবি রয়েছে—‘কলকাতার মেয়েটি’ এবং ‘রানওয়ে ০২০২’।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর