× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

দুর্ঘটনায় দুই ইন্টার্ন চিকিৎসক নিহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার টাঙ্গাইল থেকে
১৮ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার

বঙ্গবন্ধু সেতুপূর্ব পাড় গোলচত্বর এলাকায় সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইল ম্যাটসের দুই ইন্টার্ন চিকিৎসক নিহত হওয়ার প্রতিবাদে গতকাল দুপুরের দিকে টাঙ্গাইলে শোক র‌্যালি ও  মানববন্ধন করেছে ইন্টার্ন ডিপ্লোমা মেডিক্যাল এসোসিয়েশন ও ম্যাটস্‌-এর শিক্ষার্থীরা। টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল শোক র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেয়। এতে জেলার সরকারি ও বেসরকারি ম্যাটসের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল এসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আমিনুল ইসলাম, ইন্টার্ন ডিপ্লোমা মেডিক্যাল এসোসিয়েশনের জেলা শাখার সভাপতি রাসেল সরকার, আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি আব্দুল বাতেন, রাজু আহমেদ প্রমুখ। প্রসঙ্গত, গত রবিবার বেড়াতে গিয়ে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ে গোলচত্বর এলাকায় বাসের চাপায় হামীম তুর্য্য (২১) ও সাদিয়া ইসলাম নদী (২৬) নামে দুই মেডিক্যাল ইন্টার্ন চিকিৎসক নিহত হন।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর