× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

অবৈধ গ্যাসলাইন উত্তোলন করতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় হামলার শিকার অভিযানকারী দল

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে
১৮ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার

ব্রাহ্মণবাড়িয়া সদরের শালগাঁও-কালীসীমা এলাকায় অবৈধ গ্যাসলাইন অপসারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্র্রিবিউশন কোম্পানির অভিযানকারী দল।  কোম্পানির উপ-মহাব্যবস্থাপক ও ব্যবস্থাপককে মারধরের চেষ্টা হয়েছে। এ সময় গ্যাস পাইপ ছিনিয়ে নেয় হামলাকারী ঠিকাদার ও তাদের লোকজন। ঘটনার সময় শহরের মধ্যপাড়ার আমিনুল হক ওরফে কাউসার ও সুহিলপুরের সানাউল হককে আটক করে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির আনসার সদস্যরা। তারা এই অবৈধ গ্যাসলাইন বসানোর সঙ্গে জড়িত। পরে তাদেরকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কোম্পানির ব্রাহ্মণবাড়িয়া বিক্রয় বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী জাহিদুর রহমান জানান- সোমবার সকালে সদর উপজেলার শালগাঁও-কালীসীমা এলাকায় অবৈধভাবে বসানো প্রায় ৩ হাজার ফুট গ্যাস লাইন উত্তোলন করতে অভিযান চালান তারা। ওই সময় অবৈধভাবে বসানো লাইনের ৩ জন ঠিকাদার মোটরসাইকেলে করে সেখানে এসে বাখরাবাদের লোকজনের ওপর চড়াও হয়। তারা আনসার সদস্য ও তাদের লেবারদের মারধর করে।
এ সময় ওই দুই ঠিকাদারকে আটক করে আনসার সদস্যরা থানায় নিয়ে আসে। তিনি জানান- এ ব্যাপারে থানায় তারা অভিযোগ দিচ্ছেন। অবৈধভাবে বসানো লাইন উত্তোলন ও সিমেন্ট ঢুকিয়ে ডেস্ট্র্রয় করা হয়েছে বলেও জানান বাখরাবাদের এই কর্মকর্তা। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. সেলিম উদ্দিন কাউসার ও সানাউল নামে দু’জনকে আটক করার কথা স্বীকার করেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর