× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ব্রিজ ভেঙে ঢাকা-তালতলী সড়কের যান চলাচল বন্ধ

বাংলারজমিন

তালতলী (বরগুনা) প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার

বরগুনার আমতলীতে আরপাঙ্গাশিয়া নদীর বেইলী ব্রিজ ভেঙে ঢাকা-তালতলী প্রধান সড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে তালতলী উপজেলার সঙ্গে সারা দেশের সঙ্গে সড়ক  যোগাযোগ বন্ধ হয়ে আছে। তবে দুই দপ্তরের ঠেলাঠেলির কারণে সংস্কার কাজও বন্ধ। সরজমিন গিয়ে দেখা যায়, দুই পারে মালবাহী গাড়ি ও বাস আটকে আছে। এদিকে দুর্ঘটনা এড়াতে শনিবার সন্ধ্যা থেকে ওই রুটে যান চলাচল বন্ধ করা হয়। জানা গেছে, আমতলীর আরপাঙ্গাশিয়া নদীর উপরে ১৯৮৫ সালে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ একটি স্টিলের বেইলি ব্রিজ নির্মাণ করেন। এরপর থেকে তালতলী উপজেলার সঙ্গে ঢাকাসহ দেশের প্রধান সড়ক হিসেবে এই রুটটি ব্যবহার করা হয়।
 এ উপজেলা থেকে প্রতিদিন বেইলি ব্রিজটি পার হয়ে ঢাকা-বরিশাল-আমতলী-তালতলী রুটে পরিবহন বাস, নির্মাণাধীন তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামাল বহনকারী ভারী ট্রাক, প্রাইভেটকার, মাহেন্দ্রা, ট্রলি, ব্যাটারিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ সহস্রাধিক গাড়ি প্রতিদিন চলাচল করে। তবে দীর্ঘদিন যাবৎ এই ব্রিজটি সংস্কার না হওয়াতে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকলেও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ও সড়ক ও জনপথ বিভাগের ঠেলাঠেলির কারণে  কোনো ধরনের সংস্কার হয়নি।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর