× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

গৃহবধূ ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন

বাংলারজমিন

কুষ্টিয়া প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২০, বুধবার

কুষ্টিয়ায় গৃহবধূ ধর্ষণের দায়ে স্বামীর পালক পিতা (শ্বশুর) বিপ্লব দাস (৪৫)কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর সাজার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত বিপ্লব দাস ভেড়ামারা উপজেলার কারিকরপাড়া গ্রামের মৃত. মনোরঞ্জন দাসের ছেলে। আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২১শে মে, রাত ১১টায় ওই গৃহবধূর স্বামী কুমার বিশ্বাসের অবর্তমানে পালক পিতা বিপ্লব দাস ঘরে ঢুকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এতে ওই গৃহবধূ লোকলজ্জার ভয়ে ভীত হয়ে পড়ে। পরদিন (২২শে মে) দুপুর ১২টায় আসামি বিপ্লব দাস গৃহবধূকে তার পিত্রালয় ঝিনাইদহ জেলার শৈলকুপায় পৌঁছে দেয়ার কথা বলে ঢাকার নবীনগর এলাকাস্থ আসামির এক আত্মীয়র বাসাতে ১৫ দিন আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে। পরে সুযোগ বুঝে ওই গৃহবধূ পালিয়ে এসে পরিবারের কাছে ঘটনা খুলে বলেন।
এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূর মা ঝিনাইদহ জেলার বাসিন্দা বুলবুলি রানী বিশ্বাস আসামি বিপ্লব দাসের বিরুদ্ধে ভেড়ামারা থানায় মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৭ সালের ৭ই নভেম্বর আসামি বিপ্লব দাসের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০র দ:বি: ৯(১) ধারায় অভিযোগ এনে আদালতে চার্জশিট দেয় পুলিশ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর