× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

ভিএআর বিতর্কের ম্যাচে ম্যানইউ’র রেকর্ড

খেলা

স্পোর্টস ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২০, বুধবার

স্ট্যামফোর্ড ব্রিজে সোমবার চেলসি-ম্যানইউ প্রিমিয়ার লীগ দ্বৈরথে বিতর্কে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। চেলসির দু’টো গোল বাতিল করে দেয় ভিএআর। অ্যান্থনি মার্সিয়াল ও হ্যারি ম্যাগুয়ারের গোলে শেষ পর্যন্ত ব্লুদের মাঠে ২-০তে জেতে ম্যানইউ। মৌসুমের প্রথম ম্যাচেও চেলসিকে হারিয়েছিল কোচ ওলে গানার সুলশারের দল। তাতে ৩২ বছর পর প্রিমিয়ার লীগের এক মৌসুমে দুই লেগেই চেলসিকে হারালো ম্যানইউ। তাতে লীগে তিন ম্যাচ পর জয়ে ফিরলো তারা। অন্যদিকে শেষ চার ম্যাচে (দু’টি করে হার ও ড্র) জয়হীন থাকলো ব্লুরা। ২৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তালিকার সাতে ম্যানইউ।
সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে চেলসি।
ঘটনাবহুল ম্যাচের ২১তম মিনিটে রেড ডেভিল অধিনায়ক হ্যারি ম্যাগুয়ার বুট দিয়ে মাড়িয়ে দেন চেলসির মিচি বাতশুয়াইকে। আগ্রাসী ট্যাকলে লাল কার্ড দেখতে পারতেন ম্যাগুয়ার। রেফারি কার্ড দেখাননি, এড়িয়ে যায় ভিএআরও। এরপর ৪৫তম মিনিটে ম্যানইউকে এগিয়ে দেন অ্যান্থনি মার্সিয়াল। অ্যারন-ওয়ান বিসাকার ক্রসে মাথা ছুঁইয়ে চেলসির জালে বল পাঠান এই ফরাসি। দ্বিতীয়ার্ধের ১২তম মিনিটে গোল করেন চেলসির বদলি খেলোয়াড় কোর্ত জুমা। কিন্তু ভিএআর বাতিল করে দেয় গোলটি। রিপ্লেতে দেখা যায় গোলের আগে ব্রেন্ডন উইলিয়ামসকে ফাউল করেন চেলসি ডিফেন্ডার সিজার আসপিলিকুয়েতা। ৬৬তম মিনিটে ব্রুনো ফার্নান্দেজের কর্নার থেকে ইংলিশ ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ারের গোলে ২-০তে এগিয়ে যায় ম্যানইউ। ৭৬তম মিনিটে ভিএআর’র কারণে আরো একবার কপাল পুড়ে চেলসির। ইঞ্চির ব্যাবধানে অফসাইডে থাকায় কারণে বাতিল হয়ে যায় ফরাসি স্ট্রাইকার অলিভার জিরুর গোল। হারের পর ভিএআরকে কাঠগড়ায় তোলেন চেলসি কোচ ফ্যাঙ্ক ল্যাম্পার্ড। তিনি বলেন, লাল কার্ড পাওয়ার মতো বাজে ট্যাকল করেছিলেন ম্যাগুয়ার। তাকে মাঠ থেকে বের করে দিলে ফল অন্যরকম হতে পারতো। আর দ্বিতীয় গোল বাতিল হওয়া তো চেলসি সমর্থকদের হৃদয় ভেঙে দিয়েছে। সবগুলোর ঘটনার চূড়ান্ত পর্যায় ওটা। পায়ের আঙুলের অফসাইড।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর