× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

চৌগাছায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার পুলিশের অস্বীকার

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার, যশোর থেকে
২০ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার

যশোরের চৌগাছার ছাত্রলীগ নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শামীম রেজাকে মঙ্গলবার রাতে পুলিশ গ্রেপ্তার করেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। বেড়গোবিন্দপুর গ্রামের বুদোর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মুহূর্তে আটককৃত ছাত্রলীগ নেতা গণমাধ্যমকর্মীদের মোবাইল  মেসেজে পুলিশের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে একটি বার্তা পাঠায়। কিন্তু গ্রেপ্তারের বিষয়টি পুলিশ অস্বীকার করেছে।  ফলে শামীম রেজার পরিবার কোনো বড় অঘটনের আশংকা করছেন। জানা গেছে, চৌগাছা থানা পুলিশ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক শামীম রেজাকে বেড়গোবিন্দপুর গ্রামের বুদোর বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। গ্রেপ্তার মুহূর্তে আটককৃত শামীম রেজা গণমাধ্যমকর্মীদের ফোনে চৌগাছা থানা পুলিশের গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করে একটি  মেসেজ পাঠায়।  মেসেজে তিনি উল্লেখ করেন, ভাইয়েরা আমি শামীম, আমাকে থানায় ধরে আনছে। মোবাইল  মেসেজের সময় হচ্ছে রাত ৩টা ৩১ মিনিট। গ্রেপ্তারের বিষয়টি থানার অফিসার ইনচার্জ রিফাত খান রাজিবের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা তাকে গ্রেপ্তার করিনি।
এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। এদিকে তার পিতা উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ইউপি মেম্বার আওরঙ্গজেব চুন্নু জানান, আমার ছেলে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার নামে রাজনৈতিক শত্রুতার মিথ্যা মামলা রয়েছে। সব মামলায় সে জামিনে আছে। তিনি বলেন, আমার ছেলে হার্টের বাইপাস সার্জারি করে বর্তমানে অসুস্থ। মঙ্গলবার রাত ৩টার দিকে চৌগাছা থানা পুলিশ বেড়গোবিন্দ-পুর বুদোর বাড়ি থেকে শামীম রেজাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের বিষয়টি আমরা রাতেই জানতে পারি। সকালে আমার ছেলেকে থানায় দেখতে গেলে তাকে থানা হাজতে পাওয়া যায়নি। পুলিশের কাছে ছেলের বিষয়ে জানতে চাইলে তারা বলেন, তাকে গ্রেপ্তার করা হয়নি। তিনি বলেন আওয়ামী লীগের রাজনীতি করতে গিয়ে আমার পরিবারকে চরমভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর