× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

সিলেটে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২২ ফেব্রুয়ারি ২০২০, শনিবার

সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারি পালিত হয়েছে। রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে শ্রদ্ধা জানায় সিলেটের মানুষ। ভোর হতেই শুরু হয় প্রভাতফেরী। সকালে সম্মিলিত নাট্য পরিষদের পক্ষ থেকে প্রভাত ফেরীর আয়োজন করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে র‌্যালি বের করা হয়। তবে- দিনভর সবার গন্তব্য ছিলো শহীদ মিনারে। ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে ভাষা শহীদদের। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে মুক্তিযোদ্ধা সংসদের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়।
এরপর নতুন ক্রম অনুযায়ী সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী শ্রদ্ধা নিবেদন করেন। এরপর একে একে বিভাগীয় ও জেলা পর্যায়ের সিভিল ও পুলিশ প্রশাসনের প্রধান, বিভিন্ন পর্যায়ের প্রতিষ্ঠান। সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের শ্রদ্ধা নিবেদনের পর সিলেট বিভাগীয় কমিশনার, সিলেট রেঞ্জ ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার, জেলা প্রশাসন, পুলিশ সুপার, জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা পরিষদ, সদর উপজেলা, সিলেট জেলা প্রেসক্লাব, সিলেট প্রেসক্লাব, ইমজা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া ভোরে নগ্ন পায়ে কণ্ঠে একুশের গান আর হাতে বর্ণমালা ও ফুল নিয়ে প্রভাতফেরিতে অংশ নেয় নাট্য সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ। এদিকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি। সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তারা। শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মামুন হাসান, সিনিয়র সহ-সভাপতি দুলাল হোসেন, সাধারণ সম্পাদক শংকর দাস, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইউসুফ আলী, কার্যনির্বাহী সদস্য আব্দুল বাতিন ফয়সল, শাহিন আহমদ, সদস্য জাবেদ আহমদ, এইচ.এম. শহিদুল ইসলাম প্রমুখ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর