× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

কুমিল্লায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে
২২ ফেব্রুয়ারি ২০২০, শনিবার

কুমিল্লায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ইমন ও জাহাঙ্গীর নামে দুই ডাকাত নিহত হয়েছে। এ সময় পুলিশের ৩ সদস্য আহত হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে জেলার সদর উপজেলার পালপাড়া এলাকায় লোহারপুল ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলিসহ দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করেছে। নিহতরা হচ্ছে, জেলার সদর উপজেলার ভাটপাড়া এলাকার মৃত আক্তারুজ্জামানের ছেলে আরিফুজ্জামান ইমন এবং আড়াইওরা এলাকার নিরু মিয়ার ছেলে জাহাঙ্গীর।
পুলিশ জানায়, সদর উপজেলার পালপাড়া এলাকায় লোহারপুল ব্রিজের পাশে সশস্ত্র ডাকাতদল ডাকাতির জন্য সমবেত হয়েছে এমন খবরে ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে কোতোয়ালি মডেল থানা পুলিশ এবং জেলা ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।
এ সময় পুলিশের ৩ সদস্য এবং দুই ডাকাত আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্র্তব্যরত চিকিৎসক দুই ডাকাতকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনাস্থল থেকে একটি এলজি, ৫ রাউন্ড গুলির খোসা, দু’টি রামদাঁ, একটি ছুরিসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ। জেলা ডিবি’র এসআই পরিমল দাস জানান, নিহত ডাকাতদের প্রত্যেকের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ ৭-৮টি মামলা রয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর