× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জাতীয় হ্যান্ডবল তারকা সোহান

খেলা

স্পোর্টস রিপোর্টার
২২ ফেব্রুয়ারি ২০২০, শনিবার

জাতীয় হ্যান্ডবল দলের হয়ে ক্যারিয়ারের শুরুটা হয়েছিল কদিন আগেই। কিন্তু বেশিদিন খেলতে পারলেন না জাতীয় দলের হয়ে। মাত্র ২১ বছর বয়সেই ঝরে গেলো হ্যান্ডবলের তরুণ প্রতিভা। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জাতীয় হ্যান্ডবল দলের গোলরক্ষক সোহানুর রহমান সোহান। গতকাল সকালে নিজের গ্রামের বাড়ি কুষ্টিয়ার হোসেনাবাদ এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনার শিকার হন সোহান ও তার চাচাতো ভাই জয়। তৎক্ষণাৎ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়। কিন্তু ঢাকায় এসে পৌঁছতে পারেননি। যাত্রাপথেই দুপুর আড়াইটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সোহান।
দুর্ঘটনায় প্রাণ যায় জয়েরও। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুজ্জামান জানান, সোহান ও জয় মোটরসাইকেলে চড়ে স্থানীয় একটি বাজারের দিকে যাচ্ছিলেন। সকাল নয়টার দিকে তারা হোসেনাবাদ সেন্টার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নসিমন গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। গত ডিসেম্বরে বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল দলের হয়ে নেপালে অনুষ্ঠিত ১৩তম সাউথ এশিয়ান গেমসে অংশ নিয়েছিলেন সোহান। খেলেছেন পাকিস্তানে আন্তর্জাতিক যুব হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে। সোহানের আকস্মিক মৃত্যুতে ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি এ কে এম নুরুল ফজল বুলবুলসহ, কর্মকর্তা, খেলোয়াড়, রেফারি ও প্রশিক্ষকগণ তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর