× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

যুক্তরাষ্ট্রে করোনা মোকাবিলায় প্রস্তুতি শুরু

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৪ বছর আগে) ফেব্রুয়ারি ২২, ২০২০, শনিবার, ১১:৪৬ পূর্বাহ্ন

করোনা ভাইরাসের সম্ভাব্য সংক্রমণের বিরুদ্ধে প্রস্তুতি নেয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, তাদের এই প্রস্তুতির মধ্যে রয়েছে স্কুল ও ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রাখা। যদি সংক্রমণ ছড়িয়ে পড়ে তাহলে বাধ্যতামূলকভাবে এসব প্রতিষ্ঠান বন্ধ করানো হবে। যুক্তরাষ্ট্র ধারণা করছে, মার্কিন সম্প্রদায়ের মাধ্যমেই এই সংক্রমণ ঘটতে পারে। এখনও এমনটা দেখা যায় নি। কিন্তু ঝুঁকির বিষয়ে প্রস্তুতি নেয়া শুরু করেছে স্বাস্থ্য বিষয়ক কর্তৃপক্ষ। সেন্ট্রার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) একজন কর্মকর্তা ন্যান্সি মিসোনিয়ার এ কথা বলেছেন সংবাদ সম্মেলনে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়। আস্তে আস্তে তা ভয়াবহ আকার ধারণ করে। বিশ্বজুড়ে শুরু হয় সতর্কতা। অনেকে দেশেই এখন পর্যন্ত মানুষ আক্রান্ত হয়েছে। বলা হয়েছে, এই ভাইরাস মানুষ থেকে মানুষে সংক্রমিত হয়। ফলে সারা বিশ্বে এর বিস্তার ঘটতে পারে বলে স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞরা হুঁশিয়ারি দিয়েছেন। এমন অবস্থায় যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে সামনের কয়েক সপ্তাহে সেখানেই সংক্রমণ শুরু হতে পারে। এরই প্রেক্ষিতে প্রস্তুতি নেয়া শুরু হয়েছে।

মাঠপর্যায়ে যেসব স্বাস্থ্যকর্মী আছেন তারা যাতে তাদের চাহিদা ঠিকমতো পান সেটা নিশ্চিত করার জন্য পদক্ষেপ নিচ্ছে সিডিসি। এসব কর্মী কাজ করেন বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান, হাসপাতাল, ফার্মাসি, কলকারখানায়। এরই মধ্যে দক্ষিণ কোরিয়া, ইরান, লেবানন, সংযুক্ত আরব আমিরাত ও ইতালিতে এই ভাইরাস পৌঁছে গেছে। ফলে একে নিয়ন্ত্রণের উপায় সংকুচিত হয়ে আসছে বলে সতর্কতা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

জাপানে কোয়ারেন্টাইনে থাকা প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেস থেকে উদ্ধার করা হয়েছে ৩২৯ জন মার্কিনিকে। তার মধ্যে ১৮ জনের দেহে পাওয়া গেছে করোনা ভাইরাস। তার মধ্যে ১১ জন চিকিৎসা নিচ্ছেন ইউনিভার্সিটি অব নেব্রাস্কা মেডিকেল সেন্টারে। ৫ জন চিকিৎসা নিচ্ছেন ক্যালিফোর্নিয়ায় ট্রাভিস এয়ার ফোর্স বেসের কাছে একটি মেডিকেল স্থাপনায়। দু’জনকে চিকিৎসা দেয়া হচ্ছে টেক্সাসে লকল্যান্ড এয়ার ফোর্স বেজের কাছে। যুক্তরাষ্ট্রে এখন মাত্র তিনটি রাজ্যে করোনা ভাইরাস পরীক্ষার সক্ষমতা আছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর