× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

সিয়ামের নতুন

বিনোদন

কামরুজ্জামান মিলু
২৩ ফেব্রুয়ারি ২০২০, রবিবার

চলতি সময়ে বড় পর্দাতেই বেশি ব্যস্ত সিয়াম আহমেদ। এম রহিম পরিচালিত ‘শান’ ছবির বেশকিছু অংশের শুটিং শেষ করে নতুন সিনেমার কাজ শুরু করেছেন সম্প্রতি। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, কিছুদিন আগে ‘শান’ ছবির সিকোয়েন্সের কাজ শেষ হয়েছে। এরপর দু’টি গানের শুটিং শেষ হলেই ক্যামেরা ক্লোজ হবে। ভালোভাবেই কাজটি এগিয়ে যাচ্ছে। আমি ছবির নাম ভূমিকায় অভিনয় করছি। এটি অ্যাকশন থ্রিলার ছবি। যেখানে একটি বাহিনীর কর্মকর্তা হিসেবে আমাকে দেখা যাবে।
প্রচুর মারপিট আছে। ছবিতে আমার বিপরীতে পূজা চেরি অভিনয় করছেন। এদিকে সিয়ামের অন্য নতুন ছবিগুলোর মধ্যে চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘বিশ্বসুন্দরী’ ও গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় ‘পাপ-পুণ্য’ ছবি দু’টির কাজ এরইমধ্যে শেষ হয়েছে। এগুলো এখন মুক্তির অপেক্ষায়। অন্যদিকে রায়হান রাফি পরিচালিত ‘ইত্তেফাক’ ছবির কিছু অংশের কাজও শেষ করেছেন এ অভিনেতা। সিয়ামের হাতে আছে আরো দু’টি নতুন ছবি। এগুলো হচ্ছে  ‘অপারেশন সুন্দরবন’ ও ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। ছবি দু’টির মধ্যে দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ ছবিতে এ অভিনেতার চরিত্র একজন র‌্যাব কর্মকর্তার। ইতিমধ্যোই ছবির বেশকিছু অংশের শুটিং শেষ হয়েছে। এতে আরো অভিনয় করছেন ফারিয়া, তাসকিন, রোশানসহ অনেকে। বাংলাদেশের প্রথম ওয়াইল্ড লাইফ অ্যাকশন থ্রিলার ছবি ‘অপারেশন সুন্দরবন’। এটি নির্মাণ হচ্ছে জলদস্যু নির্মূলে সুন্দরবনে র‌্যাব-এর অভিযান নিয়ে। ছবির বাকি কাজ সামনে শুরু হবে। আর বর্তমানে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির কাজও করছেন সিয়াম। ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ছবি এটি। প্রখ্যাত  লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মাণ হচ্ছে সিনেমাটি। এটি পরিচালনা করছেন আবু রায়হান জুয়েল। এতে সিয়াম অভিনয় বরছেন রাতুল চরিত্রে। ছবিটিতে তার সহশিল্পী হিসেবে পরীমনিসহ একঝাঁক শিশুশিল্পী অভিনয় করছে। রাতুল চরিত্রটি নিয়ে অনুভূতি জানতে চাইলে সিয়াম বলেন,এটি একেবারেই অন্যরকম অনুভূতি। কিশোরবেলায় বইটি পড়েছি। ছবিতে কাজের আগে উপন্যাস ও চিত্রনাট্যটি কয়েকবার পড়েছি। এই ছবিতে কাজের মাধ্যমে হয়তো একটা প্রজন্মের কাছে রাতুল হয়ে থাকার সুযোগ হচ্ছে। এটাই তো বড় পাওয়া। একই বছরে পাশাপাশি বেশকিছু নতুন সিনেমার কাজ শুরু হওয়াতে অনেক সময় দিতে হচ্ছে সিয়ামকে। একটার সঙ্গে আরেকটি ছবি মিলিয়ে শুটিং করতে হচ্ছে। কারণ এভাবে না করলে সঠিক সময়ে ছবিগুলোর শুটিং শেষ হবে না। এদিকে শুটিং শুরুর অপেক্ষায় রয়েছে সিয়ামের নতুন ছবি ‘স্বপ্নবাজি’। সেটি কবে শুরু হবে জানতে চাওয়া হলে এ অভিনেতা বলেন, রায়হান রাফি পরিচালিত এ ছবির কাজ দ্রুত শুরু হবে বলেই জেনেছি। ছবিটি নিয়ে আলাদা প্রস্তুতির প্রয়োজন আছে। ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির কাজ শেষ করে এর কাজ শুরু করবো। এ ছবিটি নিয়েও আমি বেশ আশাবাদী। অন্যদিকে নতুন আরো কয়েকটি সিনেমা নিয়ে কথা হচ্ছে। কলকাতার সিনেমায়ও কাজের কথা চলছে। আর মার্চ মাসের শেষের দিকে ‘ইত্তেফাক’ ছবির বাকি কাজ শুরু হবে। এই তো।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর