× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ব্যাটিং ধসের পর শেষ বিকালে স্বস্তি ভারতের

খেলা

স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২০, রবিবার

ওয়েলিংটন টেস্টে মাত্র ১৬৫ রানে গুঁড়িয়ে যায় ভারতের প্রথম ইনিংস। জবাবে ম্যাচের দ্বিতীয় দিনের শেষ সেশনে ১৬৬/২ সংগ্রহ নিয়ে বড় সংগ্রহের পথে ছিল নিউজিল্যান্ড। ব্যাট হাতে তখন ক্রিজে ভারতীয় বোলারদের শাসনে রেখেছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ও অভিজ্ঞ তারকা রস টেইলর। তবে শেষ বিকালে নিউজিল্যান্ডের তিন উইকেট তুলে নিয়ে কিছুটা স্বস্তি ফেরে ভারতীয় শিবিরে। গতকাল ওয়েলিংটনে ২১৬/৫ সংগ্রহ নিয়ে ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষ করে নিউজিল্যান্ড। ততক্ষণে স্বাগতিকরা প্রথম ইনিংসে এগিয়ে যায় ৫১ রানে। কেন উইলিয়ামসন করেন সর্বোচ্চ ৮৯ রান। বেসিন রিজার্ভ মাঠে দলীয় ২৬ রানে কিউই ওপেনার টম ল্যাথামকে (১১) সাজঘরে ফেরান ভারতীয় পেসার ইশান্ত শর্মা।
দলীয় ৭৩ রানে ইশান্ত নিউজিল্যান্ডের অপর ওপেনার টম ব্লান্ডেলের (৩০) উইকেট তুলে নিলে চাপে পড়ে স্বাগতিকরা। তৃতীয় উইকেটে ৯৬ রানের জুটি গড়ে চাপটা ভারতের দিকে ঠেলে দেন উইলিয়ামসন-টেইলর। কিন্তু ওয়েলিংটনে শেষ বিকালে খেই হারায় কিউইরা। দলীয় ১৬৬ রানে ইশান্ত শর্মারই ডেলিভারিতে চেতেশ্বর পূজারার হাতে ক্যাচ দেন টেইলর। মাত্র ১৯ রানের ব্যবধানে উইলিয়ামসনের উইকেট তুলে নিয়ে  ভারতকে ম্যাচে ফেরান অপর পেসার মোহাম্মদ শামি। দ্বাদশ খেলোয়াড় রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ দেয়ার আগে ১৫৩ বলে ৮৯ রানের ইনিংসে ১১টি চার হাঁকান কিউই অধিনায়ক।  আর অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের শিকার হয়ে কিউই ব্যাটসম্যান হেনরি নিকোলসের বিদায়ে স্বস্তিতে দিনের খেলা শেষ করে ভারত। ৬ চার ও এক ছক্কায় ৭১ বলে ৪৪ রান করেন টেইলর। নিকোলস করেন ৬২ বলে ১৭ রান। বল হাতে ১৫ ওভারের স্পেলে মাত্র ৩১ রানে তিন উইকেট নেন ইশান্ত শর্মা।
বৃষ্টিবিঘ্নিত প্রথমদিনের ১২২/৫ সংগ্রহ নিয়ে গতকাল বেশি দূর যেতে পারেনি ভারতীয়রা। ৪৩ রানে অবশিষ্ট পাঁচ উইকেট খোয়ায় ভারত।  দলীয় ১৩২ রানে উইকেট খোয়ান উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পান্ত। ইশান্ত শর্মা করেন ৫ রান আর প্রথম বলেই উইকেট খুইয়ে অশ্বিন মারেন ‘গোল্ডেন ডাক’। একপ্রান্ত আগলে রেখে খেলার চেষ্ট করেন আজিঙ্কা রাহানে। সর্বোচ্চ ৪৬ রান আসে রাহানের ব্যাট থেকেই। আর দশ নম্বরে ব্যাট হাতে মোহাম্মদ শামির ২১ রানের সুবাদে ১৫০’র কোঠা পার করে ভারত। নিউজিল্যান্ডের বল হাতে পেসার টিম সাউদি ও কাইল জেমিসন নেন ৪টি করে উইকেট।
পাঁচ উইকেট অক্ষত এবং ৫১ রানে এগিয়ে ম্যাচের ভাগ্যটা কিউইদের হাতেই। তবে বেসিন রিজার্ভ পিচের আচরণ আশাবাদী করেছে ভারতকেও। ম্যাচের দ্বিতীয় দিনেই পিচে অনিয়মিত বাউন্স এবং টার্ন পান ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এতে ভারতীয়দের স্মৃতিতে তাজা ২০১৭’র অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি। বেঙ্গালুরুতে প্রথম ইনিংসে ১৮৯ রানে গুটিয়ে যায় ভারত। তবে ম্যাচের চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র ১১২ রানে গুঁড়িয়ে ভারত দেখে ৭৫ রানের বড় ব্যবধানে জয়। প্রথম ইনিংসে রবীন্দ্র জাদেজা ও দ্বিতীয় ইনিংসে রবিচন্দ্রন অশ্বিন নেন ৬ উইকেট। তবে ওয়েলিংটনে সেরকম কিছু চাইলে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংটা ঠিকমতো করতে হবে কোহলিদের। বেঙ্গালুরুতে দ্বিতীয় ইনিংসে ২৭৪ রান করেছিল ভারত।
সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন)
টস: নিউজিল্যান্ড, ফিল্ডিং
ভারত প্রথম ইনিংস: ১৬৫ অলআউট (রাহানে ৪৬, জেমিসন ৪/৩৯, সাউদি ৪/৪৯)।
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ২১৬/৫ ব্যাটিং (উইলিয়ামসন ৮৯, টেইলর ৪৪, ইশান্ত ৩/৩১)।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর