× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

মোদির সফর নিয়ে দিল্লিতে বৈঠক, ঢাকায় আসছেন শ্রিংলা

প্রথম পাতা

কূটনৈতিক রিপোর্টার
২৩ ফেব্রুয়ারি ২০২০, রবিবার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রস্তুতি নিয়ে দেশটির বিদেশমন্ত্রী ড. সুব্রামানিয়াম জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন দিল্লিতে নিযুক্ত  বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান। বৈঠকে সফর প্রস্তুতির খুঁটিনাটি নিয়ে আলোচনা হয়। এদিকে হাই প্রোফাইল ওই সফর চূড়ান্তকরণে আগামী ১লা মার্চ দু’দিনের সফরে ঢাকা আসছেন ভারতের নবনিযুক্ত পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। বাংলাদেশে সফলতার সঙ্গে হাইকমিশনারের দায়িত্ব পালন শেষে ওয়াশিংটনে পোস্টিং করে দিল্লিতে বিদেশ সচিবের দায়িত্ব পাওয়ার পর এই প্রথম ঢাকা আসছেন ভারতীয় তারকা কূটনীতিক শ্রিংলা। সফরকালে বাংলাদেশে নবনিযুক্ত পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করা ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। ২রা মার্চ ওই সাক্ষাৎ-বৈঠকগুলো হবে বলে জানা গেছে। দিল্লিস্থ বাংলাদেশ মিশন জানিয়েছে- ২১শে ফেব্রুয়ারি শুক্রবার দিল্লির বিদেশমন্ত্রীর বাসভবনে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক হয়। বৈঠকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী নেয়া কর্মসূচির সূচনা হবে ১৭ই মার্চ তার জন্মদিনে। মোদি তার আগের দিনে ঢাকা পৌঁছাবেন এবং ১৭ই মার্চের উদ্বোধনীতে প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করবেন। বঙ্গবন্ধুকে বিশ্বনেতা আখ্যা দিয়ে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেন, ভারতীয়রা তাকে অগাধ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি আরও বলেন, বাংলাদেশিদের প্রতি ভারতবাসীর শ্রদ্ধা ও শুভকামনা রয়েছে। বৈঠকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ এশিয়ার এ দুই প্রতিবেশী দেশের সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন। বাংলাদেশের সঙ্গে সম্পর্কে ভারতের ‘বিশেষ গুরুত্ব দেয়ার’ কথাও উল্লেখ করেন এস জয়শঙ্কর।  বৈঠকে ভারতে হাইকমিশনারের দায়িত্ব পালনে ইমরানকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে জয়শঙ্কর দুই দেশের বহুমাত্রিক ওই সম্পর্ক আরও উন্নয়নে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় চীনের প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে হুবেই প্রদেশে আটকে পড়া বাংলাদেশিদের উদ্ধারে ভারতের আগ্রহকে ঢাকা ইতিবাচকভাবে দেখছে বলে জানান হাই কমিশনার ইমরান। তিনি দিল্লির বিদেশমন্ত্রীকে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের শুভেচ্ছাও পৌঁছে দেন।
তাৎপর্যপূর্ণ সফরে আসছেন শ্রিংলা, আলোচনা হবে অন্য ইস্যুতেও: এদিকে আগামী ১লা মার্চ ঢাকা সফরে আসা ভারতের নবনিযুক্ত পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে বাংলাদেশের নেতৃত্বের বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে। তবে নিশ্চিতভাবে মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ সংক্রান্ত সফর চূড়ান্তকরণই মুখ্য আলোচ্য হবে। বাংলাদেশ-ভারত সম্পর্কের আগামীর ইস্যুগুলো নিয়ে সচিব শ্রিংলার সফরে তাৎপর্যপূর্ণ আলোচনা হবে। গত ২৯ শে জানুয়ারি পররাষ্ট্র সচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন তিনি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর