× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

রাজারহাটে অপহৃত মাদ্রাসাছাত্রীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন

বাংলারজমিন

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২০, সোমবার

কুড়িগ্রামের রাজারহাটে অপহরণের এক মাস অতিবাহিত হলেও ফতেখাঁ কারামতিয়া দাখিল মাদ্রাসার ছাত্রীকে উদ্ধার করতে না পারায় মানববন্ধন করেছেন মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসী। গতকাল ফতেখাঁ কারামতিয়া দাখিল মাদ্রাসা মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতেখাঁ কারামতিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. গোলাম রব্বানী, সহকারী শিক্ষক  মো. মাহফুজার রহমানসহ এলাকাবাসী ও মাদ্রাসার বিভিন্ন শ্রেণির  কয়েকশ’ শিক্ষার্থীবৃন্দ। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন- গত ১৫ই জানুয়ারি বুধবার সন্ধ্যায় নবম শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে তুলে নিয়ে যায় স্থানীয় মো. আব্দুল আজিজ (৪৮)-এর পুত্র মো. রাশেদুল ইসলাম ওরফে বাবু (২৫)সহ বেশ কয়েকজন। এ ঘটনায় অপহৃত ছাত্রীর বাবা মো. আবুল কালাম রাজারহাট থানায় মো. রাশেদুল ইসলাম ওরফে বাবুকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করলেও এখনো ওই ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীদেরকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অবিলম্বে ওই ছাত্রীকে উদ্ধার করে অপহরণকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। ওই ছাত্রীর বাবা মানববন্ধন অনুষ্ঠানে বলেন, আমার মেয়ে মোসা: রত্না খাতুন (১৫) মাদ্রাসা যাওয়া-আসার পথে মো. রাশেদুল ইসলাম ওরফে বাবু (২৫) বিভিন্ন ধরনের প্রলোভন দেখাতো এবং প্রায় সময়ই উত্ত্যক্ত করতো। এ বিষয়টি আমার মেয়ে আমাকে ও আমার পরিবারকে অবগত করলে রাশেদুল ইসলাম বাবু (২৫) ক্ষিপ্ত হয়ে অজ্ঞাত ২/৩ জনসহ মোটরসাইকেলযোগে অপহরণ করে আমার মেয়েকে নিয়ে যায়।
বর্তমানে আমি ও আমার পরিবার  মেয়েকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছি। তাই আমার মেয়েকে উদ্ধার করে তাদেরকে গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনে শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। এ ব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার বলেন, অপহৃত ছাত্রীকে উদ্ধারে জোর অভিযান চলছে। যেকোনো সময় অপহরণকারীদেরকে গ্রেপ্তার করা হবে। এ ঘটনায় রাজারহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-০৮, তাং-১৪-০২-২০২০ ইং।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর