× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

শিক্ষার্থীকে ইভটিজিং করায় গণধোলাই

বাংলারজমিন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২০, সোমবার

গাজীপুরের কালীগঞ্জে আজমতপুর স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীকে ইভটিজিং করায় লম্পট টুটুলকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করলো জনতা। ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে কাপাসিয়া-কালীগঞ্জ সড়কের আজমতপুর আবুল হাসেম মেমোরিয়াল ইনস্টিটিউট সংলগ্ন নীরব স্থানে। বখাটে লম্পট টুটুলের বাড়ি উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের রয়েন গ্রামে। সে প্রবাসী বাবুলের ছেলে। জানা যায়, প্রতিদিনের ন্যায় শনিবার কলেজ ছুটির পরে ওই শিক্ষার্থী বাসায় যাওয়ার পথে কাপাসিয়া-কালীগঞ্জ সড়কের আজমতপুর আবুল হাসেম মেমোরিয়াল ইনস্টিটিউট সংলগ্ন নীরবস্থানে পৌছলে একা পেয়ে বখাটে টুটুল মোটর সাইকেল দিয়ে ওই শিক্ষার্থীর গতিরোধ করে যৌন হয়রানিমূলক অশ্লীল কথাসহ তাকে কু-প্রস্তাব দেয়। তার প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজ পড়ুয়া মেয়ের সঙ্গে ধস্তাধস্তি করে।
মুহূর্তের মধ্যে খবর এলাকায় ছড়িয়ে পড়লে কয়েকশ’ লোক ঘটনাস্থলে উপস্থিত হন। পরে বিষয়টি থানায় অবগত করলে তাৎক্ষণিক থানার ওসি একে এম মিজানুল হক ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করেন।
পরে থানার এ.এস.আই আরিফ মোটরসাইকেলসহ ওই বখাটে টুটুলকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে রোববার বিকালে জানতে চাইলে কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক জানান ঘটনার পর টুটুলকে থানায় নিয়ে আসার পর শিক্ষার্থী নিজে থানায় এসে জানান ভুল বোঝাবুঝির কারণে এমনটি হয়েছে। পরে দুু’পক্ষের সম্মতিতে তাকে ছেড়ে দেয়া হয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর