× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

মেসি-রোনালদোর ভিন্ন ‘১০০০’

খেলা

স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২০, সোমবার

লা লিগায় ৩৯৮ মিনিট গোলহীন থাকা লিওনেল মেসি আবির্ভূত হলেন বিধ্বংসী রূপে। শনিবার এইবারের বিপক্ষে একাই করলেন ৪ গোল। তাতে প্রথম খেলোয়াড় হিসেবে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ১০০০ গোলে অবদান রাখার কীর্তি গড়লেন তিনি। এখন পর্যন্ত ৮৫৩ ম্যাচে ৬৯৬ গোল ও ৩০৬ অ্যাসিস্ট করেছেন আর্জেন্টাইন জাদুকর। মেসির রেকর্ডগড়া ম্যাচে এইবারকে ৫-০ গোলে উড়িয়ে লা লিগার শীর্ষে ফেরে বার্সেলোনা। ইতালিতে মেসির নিকট প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো স্পর্শ করেন আরেক মাইলফলক। এদিন ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ১০০০ হাজারতম ম্যাচ খেলেন তিনি। সিরি আ লীগে এসপিএএলের বিপক্ষে মাইলফলক ছোঁয়া সেই ম্যাচ রোনালদো রাঙান দারুণ এক গোলে।
১৯শে জানুয়ারি লা লিগায় গ্রানাদার বিপক্ষে গোলের পর ভ্যালেন্সিয়া, লেভান্তে, রিয়াল বেতিস ও গেতাফের বিপক্ষে জালের দিশা পাননি মেসি।
লা লিগায় ৩৬তম ও ক্লাব ক্যারিয়ারে মেসির ৪৮তম হ্যাটট্রিক এটি। তাতে রোনালদোকে ছাড়িয়ে ক্লাব পর্যায়ে সর্বাধিক হ্যাটট্রিকের রেকর্ডটি আবারো নিজের করে নেন মেসি।  ক্যারিয়ারে সপ্তমবারের মতো এক ম্যাচে চার কিংবা ততোধিক গোল পেলেন মেসি। সবশেষ ২০১৭তে এই এইবারের বিপক্ষেই। তবে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে হ্যাটট্রিকে এখনো মেসির চেয়ে এগিয়ে রোনালদো। পর্তুগিজ সুপারস্টার সব প্রতিযোগিতায় করেছেন ৫৬ হ্যাটট্রিক, যেখানে মেসির হ্যাটট্রিক ৫৪টি। এক ম্যাচে চার কিংবা চারের অধিক গোলও বেশি রোনালেদোর। তিনি ১০ বার এই কৃতিত্ব দেখিয়েছেন। এর মধ্যে এক ম্যাচে ৫টি করে গোল করেছেন দু’বার, দুবারই লা লিগায়। মেসি একবার ৫ গোল করার কৃতিত্ব দেখিয়েছেন, সেটি চ্যাম্পিয়ন্স লীগে। জাতীয় দলের হয়ে দু’বার এক ম্যাচে ৪টি করে গোল আছে রোনালদোর। এর মধ্যে একটি ২০১৮ বিশ্বকাপ বাছাই পর্বে, অন্যটি গত বছর ইউরোর বাছাই পর্বে। জাতীয় দলের হয়ে মেসির এমন কীর্তি নেই।
চলতি মৌসুমে লা লিগায় সর্বাধিক ১৮ গোল করেছেন রেকর্ড ছয়বারের ব্যালন ডি অর জয়ী মেসি। সব মিলিয়ে ২৮ ম্যাচে ২৩ গোল আর ১৬ অ্যাসিস্ট তার। অন্যদিকে ইতালিয়ান সিরি আয় দ্বিতীয় সর্বাধিক ২১ গোল রোনালদোর। সব মিলিয়ে ৩০ ম্যাচে ২৫ গোল আর ৩ অ্যাসিস্ট করেছেন পাঁচবারের ব্যালন ডি অর জয়ী তারকা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর