× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

সিলেটে জাতীয় পার্টির পাল্টা কমিটি ঘোষণা

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৪ ফেব্রুয়ারি ২০২০, সোমবার

সিলেটের জাতীয় পার্টিতে শনির দশা কাটছে না। কেন্দ্রীয় কমিটি ইতিমধ্যে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করে দিয়েছেন। কিন্তু ওই কমিটিকে মানছেন না সিলেটের ত্যাগী নেতাকর্মীরা। তারা গতকাল রোববার পাল্টা কমিটি ঘোষণা করেছেন। এবং জানিয়ে দিয়েছেন, নতুন করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন না করলে তারা ঘোষিত কমিটি দিয়ে কার্যক্রম চালাবেন। এই অবস্থায় নেতাকর্মীরাও বিব্রত হয়ে পড়েছেন। সিলেট জেলায় জাতীয় পার্টির কার্যক্রম এখন নামমাত্র ভাবে চলছে। বার বার নেতৃত্ব পরিবর্তন, ত্যাগীরা মূল্যায়ন না পাওয়ার কারণে সিলেটে দলটির কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে।
এটিইউ তাজ রহমান ও উসমান আলীর নেতৃত্বে গঠন করা সাবেক কমিটি সিলেট জাতীয় পার্টির স্থবিরতা কাটাতে ব্যর্থ হয়। এ কারণে বিগত তিন বছর  কোন্দলে জর্জরিত ছিল জাতীয় পার্টি। এর মধ্যে নতুন করে আসা-যাওয়ার ঘটনা ঘটেছে। নানা ঘটনার আবর্তে ঘুরপাক খাওয়া জাতীয় পার্টির ইমেজ রক্ষা করতে সম্প্রতি প্রেসিডিয়াম সদস্য তাজ রহমানকে আহ্বায়ক করে ১৩ সদস্যবিশিষ্ট সিলেট জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করে দেন দলের প্রধান জিএম কাদের। এই কমিটি ঘোষণার পর থেকে সিলেট জেলা জাতীয় পার্টির তৃণমূলে অসন্তোষ দেখা দেয়। কমিটি থেকে বাদপড়া নেতারা একতাবদ্ধ হয়েছেন। গতকাল সিলেটে সংবাদ সম্মেলন করে তারা নতুন কমিটি ঘোষণা করেছেন। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ইশরাকুল হোসেন শামীমকে। আর সদস্য সচিব হয়েছেন আহসান হাবিব মঈন। এ ছাড়া জহির উদ্দিন পল্টু, বাহার খন্দকার, সাবেক প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক, চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক হুইপ সেলিম উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ সাব্বির আহমদ, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহহিয়া চৌধুরী এহিয়া, কেন্দ্রীয় সদস্য নাহিদা আক্তার সহ ৮৩ জনকে সদস্য করা হয়েছে। সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির সিলেট জেলার তৃণমূল নেতাকর্মীদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে দাবি করা হয় বিগত কয়েক বছর ধরে জাতীয় পার্টিতে অনুপ্রবেশকারীরা কৌশলে ক্ষমতা দখল করে নেয়। তারা অন্য দলের এজেন্ট হয়ে এ দলে কাজ করে। ব্যাংক লুটপাটকারী ওই চক্র নিজেদের রক্ষা করতে বর্তমানকে চেয়ারম্যানকে বিভ্রান্ত করে একাধিক গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছে। বিগত দিনে সিলেট জেলা জাতীয় পার্টির দায়িত্ব পালনে তারা ব্যর্থতার পরিচয় দিয়ে পুনরায় আবার সম্মেলন প্রস্তুতি কমিটির শীর্ষ পদে আসীন হয়েছে। সিলেটে জাতীয় পার্টিকে ধ্বংসের ষড়যন্ত্রে এবং জাতীয় পার্টিকে কবর দেয়ার ষড়যন্ত্র শুরু করেছে। সংবাদ সম্মেলনে তারা দাবি করেন সিলেটে বিগত ৫ বছরের মধ্যে জাতীয় পার্টির উপজেলা, থানা, পৌর কমিটি গঠন করা হয়নি। এই অবস্থায় জেলা জাতীয় পার্টির সম্মেলন করার প্রশ্নই উঠে না। ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য কোনো কোনো ব্যক্তি জাতীয় পার্টিকে ধ্বংস করতে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনে ইন্ধন যুগিয়েছে। তারা অবিলম্বে সম্মেলন প্রস্তুতি কমিটি বাতিল করে সকল স্তরের নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠনের দাবি জানান। অন্যথায় ত্যাগী নেতারা তাদের ঘোষিত কমিটি দিয়ে কার্যক্রম চালানোর ঘোষণা দেন। এদিকে শনিবার সন্ধ্যায় কেন্দ্র ঘোষিত সম্মেলন প্রস্তুতি কমিটির নেতারা সিলেটে বৈঠক করেছেন। ওই বৈঠকে জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও সিলেট জেলা আহ্বায়ক এটিইউ তাজ রহমান বলেছেন, প্রয়াত পল্লীবন্ধু এইচ এম এরশাদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় পার্টির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। তবেই প্রয়াত এরশাদের স্বপ্ন বাস্তবায়িত হবে। আগামী ১৪ই মার্চে সিলেট জেলা জাতীয় পার্টির সম্মেলনকে সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদেরকে কাজ করার আহ্বান জানান। জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা জাপার সদস্য সচিব মো. উছমান আলী চেয়ারম্যানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, সাবেক সংসদ সদস্য মকসুদ ইবনে আজিজ লামা, আব্দুল্লাহ সিদ্দিকী, কেন্দ্রীয় কমিটির সদস্য নাছির উদ্দিন হেলাল, নাহিদা আক্তার চৌধুরী, সিলেট জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আব্দুল মালেক খান, এডভোকেট মুফতি আব্দুর রহমান চৌধুরী, আলতাফুর রহমান আলতাফ, মো. দৌলা মিয়া, ইসমাইল আলী আশিক, সিলেট জেলা পরিষদের সদস্য আশিক মিয়া, সিলেট সদর উপজেলার জাপা নেতা শাহজাহান সিরাজী, সেলিম আহমদ, দক্ষিণ সুরমার শাহ আলম, আব্দুল মালিক, আবুল কালাম আজাদ, বালাগঞ্জের হুশিয়ার আলী, বিশ্বনাথের আরশ আলী বাবলু, আব্দুল হান্নান, মির খোকন, সিতাব আলী, জয়নাল আবেদীন প্রমুখ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর