× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

করোনা আতঙ্কে মুখোশ পরে গণবিয়ে (ভিডিও)

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৪ বছর আগে) ফেব্রুয়ারি ২৪, ২০২০, সোমবার, ১১:২১ পূর্বাহ্ন

করোনা ভাইরাস আতঙ্ককে পিছনে ফেলে প্রতিশ্রুতি আর প্রেমের শক্তির কাছে ধরা দিলেন ফিলিপাইনের ২২০ দম্পতি। তারা গণবিয়েতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বৃহস্পতিবার। তবে লক্ষ্যণীয় বিষয় হলো, এ বিয়েতে পাত্রপাত্রীরা ছিলেন মুখে মাস্ক পরা। করোনা আতঙ্কে তারা মাস্ক পরেই জীবনসঙ্গীকে চুমু দিয়েছেন। শুরু করেছেন বিবাহিত জীবন। এমন গণবিয়ের খবর সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়েছে সারাবিশ্বে। ফিলিপাইনের উপকূলীয় শহর ব্যাকোলড। সেখানেই আয়োজন করা হয় ওই গণবিয়ে।
এতে পাত্রপাত্রীরা সবাই উপস্থিত হন মুখে নীল রঙের সার্জিক্যাল মাস্ক পরে। এসব বিয়েতে পাত্রপাত্রী একে অন্যকে চুমু খাওয়ার নিয়ম রয়েছে। কিন্তু চারদিকে করোনা ভাইরাস আতঙ্ক। এ অবস্থায় একজনের মুখের কাছে অন্যের মুখ নেয়া খুবই ঝুঁকিপূর্ণ। তাই পাত্রপাত্রীরা মুখে মুখোশ পরে নেন। সে অবস্থায়ই চুম্বনে আবদ্ধ হন। জন পল ইনভেন্টর (৩৯) হলেন এই বিয়ের এক পাত্র। তিনি সাত বছর ধরে প্রেম করছিলেন এক যুবতীর সঙ্গে। তাদের ঔরসে জন্ম নিয়েছে দুটি সন্তান। অবশেষে তারা বৃহস্পতিবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। এ বিষয়ে জন পল বলেছেন, এ দিনটির কথা তার দীর্ঘদিন স্মরণে থাকবে। বলেছেন, মুখে মুখোশ পরে চুম্বন খাওয়ার অনুভূতি ভিন্ন। তবু এই পদ্ধনি অনুসরণ করতে হয়েছে। কারণ, চুমু দেয়া বাধ্যতামুলক। বিয়ের অনুষ্ঠান ছিল লোকে লোকারণ্য।

বিয়েতে অংশ নেয়া দম্পতিদেরকে অবশ্যই কর্তৃপক্ষকে ১৪ দিনের ভ্রমণ বিষয়ক তথ্যপ্রমাণ কর্তৃপক্ষকে সরবরাহ করতে হয়েছে। চীন থেকে যাওয়া মানুষদের কোয়ারেন্টাইনে রাখার জন্য এই সময়টা স্ট্যান্ডার্ড। এ বিয়েতে সভাপতিত্ব করেন ব্যাকোলডের মেয়র ইভিলিও লিওনার্ডিয়া। তিনি বলেছেন, যদি আমাদের পরিবারগুলো শক্তিশালী হয় তাহলে ব্যাকোলড শক্তিশালী হবে। ব্যাকোলডে গণবিয়ে একটি রীতিতে পরিণত হয়েছে। ২০১৩ সালে সেখানে এমন গণবিয়ে হয়েছিল কমপক্ষে ২০০০ দম্পতির।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর