× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

বর্ণিল আয়োজনে ফকির আলমগীরের ৭০তম জন্মদিন পালিত

বিনোদন

স্টাফ রিপোর্টার
২৫ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার

গণসংগীতশিল্পী ফকির আলমগীর গত ২১শে ফেব্রুয়ারি অতিবাহিত করলেন ৭০তম জন্মবার্ষিকী, পা রাখলেন জীবনের ৭১তম বছরে। তার জন্মদিন উপলক্ষে তারই হাতে গড়া সংগঠন ঋষিজ শিল্পীগোষ্ঠীর আয়োজনে গেল রোববার অনুষ্ঠিত হলো বর্ণিল আয়োজন। সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আলোচনা, ফুলেল শুভেচ্ছা আর শিল্পীর একক সংগীত পরিবেশনা দিয়ে সাজানো হয় এ আয়োজন। বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমামের সভাপতিত্বে এ আয়োজনে শিল্পীকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, কবি আজিজুর রহমান আজিজ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা শিল্পী বুলবুল মহলানবীশ, সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল প্রমুখ। আয়োজনে শিল্পী ফকির আলমগীরের সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী সুরাইয়া আলমগীর। ১৯৫০ সালের ২১শে ফেব্রুয়ারি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার কালামৃধা গ্রামে জন্মগ্রহণ করেন ফকির আলমগীর।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর