× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

দখল-দূষণে বিপর্যস্ত খাল

বাংলারজমিন

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার

বরুড়ায় পৌর এলাকাসহ উপজেলার খালগুলো দখল আর দূষণে বিপর্যস্ত হয়ে পড়েছে। বরুড়া বাজারের দক্ষিণ পাশ দিয়ে প্রবাহিত খালটি অফিসপাড়ার সামনে গিয়ে একটি অংশ শাকপুর গিয়ে কার্জন খালে সংযোগ হয়েছে আবার আরেকটি অংশ বরুড়া থানার পেছন দিয়ে পৌরসভা অফিস সংলগ্ন হয়ে কিছু অংশ শুশুণ্ডা ও কাশেড্ডা হয়ে আর কিছু অংশ দেওড়া হয়ে সেই কার্জন খালেই সংযোগ হয়ে বরুড়া পানি নিষ্কাশনে রাখছে অনস্বীকার্য ভূমিকা। আর বরুড়ার এই পরম বন্ধু খালগুলো পৌরসভাসহ আশেপাশের সব বাসিন্দাই খালগুলোকে দখল করছে এক রকম প্রতিযোগিতা দিয়ে আর দূষণের অবস্থা কোনো সংজ্ঞার আওতায় নেই। বরুড়া উপজেলার বিভিন্ন স্থানে ২০১৬-১৭ অর্থ বছরে শুরু হওয়া খাল কর্মসূচির আওতায় বরুড়ার বিভিন্ন স্থানে খাল খনন করা হলেও বরুড়া সদরের আশেপাশের এলাকার খালগুলো খনন করা হয়নি। আর ড্রেন ও খালের দূষণের কারণে নারী, শিশু ও বৃদ্ধরা নানান রোগে আক্রান্ত হয়ে মানবেতর অবস্থায় আছেন।
খাল দখল ও দূষণের বিষয়ে বরুড়ার বিশিষ্ট পরিবেশবাদী লেখক মো. আলী হোসেন বলেন, বরুড়া সদরসহ আশেপাশের সকল এলাকার চারদিক থেকে বেষ্টনীর মতো অনেকগুলো খাল রয়েছে, আর বরুড়া উপজেলার এই খালগুলোর গন্তব্য পশ্চিম বরুড়া দিয়ে প্রবাহিত ঐতিহাসিক কার্জন খাল। আর এভাবে প্রতিটি খালের একটির সঙ্গে আরেকটি মিশে পানি প্রবাহিত হচ্ছে কার্জন খালের মাধ্যমে ডাকাতীয়া নদী হয়ে চাঁদপুরের মেঘনা নদীতে। আর এই খালের পানির গতিপথ ঠিক রাখতে পারলে ভরা বর্ষায় পানির প্রবাহ সঠিকভাবে প্রবাহিত হবে, আর পানি সুন্দরভাবে প্রবাহিত হলেই খালগুলোতে মাছসহ অন্যান্য জলজ প্রাণীর প্রজনন ও উৎপাদন সহজলভ্য হবে। এই মুহূর্তে বরুড়া সদরের অবকাঠামোগত আধুনিকায়ন নিশ্চিত করতে হলে এই খালগুলোকে দখলমুক্ত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা ও সঠিক বাস্তবায়ন না করতে পারলে এক সময় চিহ্নিত খালগুলো পুরোপুরি দখল হয়ে যাবে।
আর বিশেষ করে পৌর এলাকায় বিভিন্ন বাসা বাড়ির বর্জ্য পৌর এলাকার ড্রেন হয়ে খালের মধ্যে গিয়ে পড়ার কারণে খালের পানি দূষিত বর্জ্যে রূপান্তর হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর