× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

টুকরো খবর

বাংলারজমিন


২৫ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার

চুয়াডাঙ্গা আইনজীবী ফোরামের সভাপতি শামীম, সম্পাদক আসলাম
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ও খুলনা বিভাগীয় সমন্বয়কারী ব্যারিস্টার কায়সার কামাল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি শামীম রেজা ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ ওয়াহিদুজ্জামান দিপু, রফিকুল ইসলাম মন্টু ও শামীম উল হাসান অপু বক্তব্য রাখেন। সম্মেলনে অ্যাডভোকেট শামীম রেজা ডালিমকে সভাপতি ও অ্যাডভোকেট সৈয়দ হেদায়েত হোসেন আসলামকে সাধারণ সম্পাদক হিসেবে পুনঃনির্বাচিত করা হয়।
ভালোবাসার রং-তুলিতে শিক্ষার্থীরা এঁকেছে ভাষা আন্দোলনের প্রতিচ্ছবি

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে: ‘শুক্রবার সকাল ৯টা। প্রভাতফেরি শেষে চেতনায় বঙ্গবন্ধু ম্যুরালে একে একে আসতে থাকে শিক্ষার্থীরা। এদের প্রত্যেকের হাতেই ছিল রং পেন্সিল আর খাতা।
সমবেত হয়ে অংশগ্রহণ করে চিত্রাঙ্কন প্রতিযোগিতায়। ক্ষুদে শিক্ষার্থীদের কোমল হাতে ভালোবাসার রং-তুলিতে ফুটে ওঠে বীরত্বগাথা ভাষা আন্দোলন এবং শহীদ মিনারের ইতিহাসের প্রতিচ্ছবি। প্রতিটি ছবিতেই প্রস্ফুটিত হয়ে ওঠে নতুন প্রজন্মের শিশু শিক্ষার্থীদের দেশপ্রেম।’ কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসন আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজনে দেখা গেছে এমন চিত্র। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করে। জানা যায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে বুড়িচং উপজেলা প্রশাসন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ৩টি ক্যাটাগরিতে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়া শিক্ষার্থীরা ‘চেতনায় বঙ্গবন্ধু’ ম্যুরালের পাদদেশে সমবেত হয়। আর এ দৃশ্য নজর কাড়ে আয়োজকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের। বুড়িচং উপজেলা সহকারী কমিশনার ভূমি তাহমিদা আক্তার বলেন, একুশে এখন সবারই প্রেরণার উৎস। এটা জাতি হিসেবে বাঙালিদের জন্য গর্বের বিষয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুরা রং-তুলিতে নান্দনিকভাবে ফুটিয়ে তুলেছে মহান একুশ আর ১৯৫২ সালের বীরত্বগাঁথা বাঙালির মহান ভাষা আন্দোলনকে। আমরা চাই দেশের প্রতিটি শিক্ষার্থী দেশপ্রেমে উদ্বুদ্ধ হোক। বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরুল হাসান বলেন, ‘শিক্ষার্থীরা মনের মাধুরী মিশিয়ে ভাষার জন্য মহান আত্মত্যাগ, শহীদ মিনার আর স্মৃতিময় সেসব বীরত্বগাথার দৃশ্য কাগজে ফুটিয়ে তুলেছে। শিশু শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে নান্দনিক চিত্রকর্মগুলো বায়ান্নর ভাষা আন্দোলন, শহীদ মিনার আর রূপসী বাংলার প্রতিচ্ছবি। কোমল হাতের নিপুণ ছোঁয়ায় আঁকা ছবিগুলো প্রতিনিধিত্ব করে বাংলাদেশ ও দেশের সংস্কৃতিকে। প্রতিযোগিতায় ৩টি ক্যাটাগরিতে ৯জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়েছে।’
ঠাকুরগাঁওয়ে মানববন্ধন
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্যানেল গঠন করে নিয়োগ দেয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ-২০১৮ প্যানেল চাই জেলা কমিটি। গতকাল দুপুরে শহরের চৌরাস্তা মোড়ে ওই কমিটির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে ২০১৮ সালের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে উত্তীর্ণ জেলা-উপজেলার বিভিন্ন স্তরের প্রার্থীরা অংশগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ-২০১৮ প্যানেল চাই জেলা কমিটির সভাপতি দেবদাশের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক আবদুস সালাম, প্রচার সম্পাদক ফারজানা আক্তার জুলি, সদস্য মকসেদুল আলম, বালিয়াডাঙ্গী উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক তফিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তাওমীন তিনাসহ অন্যরা।
কেরানীগঞ্জে ৩টি ইটভাটাকে জরিমানা
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩টি ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ইটভাটা তিনটি হচ্ছে নাজিম বিকস, রাফিয়া ব্রিকস ও আলিম উদ্দিন ব্রিকস। ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে গতকাল দুপুর ১২টায় দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর এলাকায় এই অভিযান চালানো হয়। পরে নাজিম ব্রিকস, রাফিয়া ব্রিকস ও আলিম উদ্দিন ব্রিকস নামে তিনটি ইটভাটার মালিককে ৬লক্ষ টাকা করে জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, র‌্যাব-১০ এর এএসপি মো. সাইফুল ইসলাম, ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহবুবুর রহমান, সিনিয়র কেমিস্ট মো. জহিরুল ইসলাম তালুকদার, পরিদর্শক জেসমিন আক্তার প্রমুখ। পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ বলেন, রাজধানী ঢাকার আশেপাশে অবৈধ ইটভাটা বন্ধের জন্য হাইকোর্ট রায় দিয়েছেন।
আমরা সেই রায়ের আলোকে বাঘৈর এলাকায় এই তিনটি ইটভাটায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করি। এসময় আবাসিক এলাকায় ইটভাটা স্থাপন, মাটিকাটার অনুমতি না থাকা এবং বর্তমানে তাদের বৈধ কোন কাগজপত্র না থাকায় ইটভাটা তিনটির প্রত্যেক মালিককে জরিমানা করা হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর