× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

মৌলভীবাজারে ৪ দিনব্যাপী জেলা কৃষি মেলা

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
২৫ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার

সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় মৌলভীবাজারে ৪ দিনব্যাপী জেলা কৃষি ও প্রযুক্তি মেলা ২০২০ শুরু হয়েছে। গতকাল সকালে কাশিনাথ আলাউদ্দিন হাইস্কুল এন্ড কলেজ মাঠে মেলার উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। পরে সংসদ সদস্য সহ অন্যান্য অতিথিরা মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় মাঠে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। মেলা প্রাঙ্গনে এক আলোচনা সভা জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, পৌর মেয়র মো. ফজলুর রহমান, সদর উপজেলার চেয়ারম্যান কামাল হোসেন, জেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী লুৎফুল বারী, কৃষকলীগের সভাপতি জমসেদ মিয়া প্রমুখ। ২৪-২৭শে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বস্থরের মানুষের জন্য উম্মোক্ত থাকবে।
মেলায় ২০টি স্টল স্থান পেয়েছে।

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্যানেল বাস্তবায়ন কমিটির মানববন্ধন
মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে মৌলভীবাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ প্যানেল বাস্তবায়ন কমিটি। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৮ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণকারী ৬১টি জেলার ৩৭ হাজার চাকরি প্রার্থী সবাইকে প্যানেল-এর মাধ্যমে সরাসরি নিয়োগ করার দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর তারা এই স্মারকলিপি প্রদান করে। গতকাল দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব এর সামনে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্যানেল বাস্তবায়ন মৌলভীবাজার জেলা কমিটি এই কর্মসূচী পালন করে। সংগঠনের সভাপতি সজিব আচার্য্য এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল দাস এর সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন- পপি দে, কনক দে, অর্পণ মালাকার, জুয়েল, তিথি দে, খাদিাজা আক্তার, অনণ্যা ভট্রাচার্জ, রতন নাথ, ইমন চৌধুরী, তাহমিনা এ্যানিসহ জেলার সকল উপজেলার নেতৃবৃন্দরা। এ সময় বক্তারা বলেন- বঙ্গবন্ধুর শততম জন্মদিনে শেখ হাসিনা কাছে আমাদের জোরালো দাবি প্রায় ৩৭ হাজার মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণকারী বেকার যুবক এবং তাদের পরিবারে হাঁসি ফোটাবেন বলে আমরা প্রত্যাশা রাখছি।
বক্তারা বলেন বর্তমানে চরম শিক্ষক সংকট বিদ্যমান। আগে ৬ মাস পর পর সহকারী শিক্ষক ও ২ বছর পর পর প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হতো। বিশেষ করে মেয়েদের এইচএসসি পাশে চাকুরীতে প্রবেশের এটাই  ছিল সর্বশেষ বিজ্ঞপ্তি। তাছাড়া ২০১০, ২০১২, ২০১৩ সালে প্যানেল হয়েছে এবং ২০১৪ সালেও প্যানেলের মাধ্যমে প্রায় ৪৩ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে তা হলে এখন কেন নয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর