× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

সারা দেশে দুর্ঘটনায় নিহত ৫

বাংলারজমিন

বাংলারজমিন ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার

দেশের বিভিন্ন জেলায় গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নওগাঁর মান্দায় ৩, রূপগঞ্জ ও জগন্নাথপুরে ২ জন রয়েছে। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-
নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁ-রাজশাহী মহাসড়কের মান্দা উপজেলা সদরের মান্দা ফেরিঘাট এলাকায় ট্রাক ও একটি যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ সিএনজিযাত্রী ঘটনাস্থলেই নিহত ও আরো ২ সিএনজি যাত্রী আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বৃষ্টির সময় এই দুর্ঘটনাটি ঘটে। আহত ২ জনকে  উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন- মান্দার চককামদেব গ্রামের শামসুল আলমের ছেলে রফিকুল ইসলাম (৩৭), একই উপজেলার ঘাটকৈর গ্রামের সোলায়মান আলীর ছেলে জয়নাল আবেদিন (৩৬) ও লালমনিরহাট জেলা সদরের আফতাব উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম(২৮)। আহতরা হলেন- সিরাজগঞ্জ জেলার সলঙ্গা উপজেলার হামকুড়িয়া গ্রামের আব্দুস সোবহানের ছেলে আবুল হোসেন (৩৮) ও রাজশাহী গোদাগাড়ি উপজেলার দামকুরাগাট গ্রামের খয়বর আলীর  আব্দুল কুদ্দুস(৩৮)। হতাহত ৫ জনই একমি ফার্মাসিউটিক্যাল লিমিটেডের  মান্দা ও নিয়ামতপুর উপজেলায় বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, জগন্নাথপুরে বেপরোয়া গতির অনুমোদনহীন একটি ট্রলি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি অনুমোদনহীন ব্যাটারিচালিত যাত্রীবাহী ইজিবাইক (টমটম) গাড়িকে চাপা দিলে ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী দিলাল মিয়া (৩৮) মারা যান। গত রোববার সন্ধ্যা সাতটার দিকে জগন্নাথপুরের কেশবপুর-পাটলী সড়কের কেশবপুর উচ্চ বিদ্যালয় এলাকায় এ ঘটনাটি ঘটেছে। এঘটনায়  চার যাত্রী গুরুতর আহত রয়েছেন। তাদের সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইজিবাইকের চাপায় শুভ (০৪) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া বস্তির ৮ নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর