× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ভারতের বিপক্ষে আশা জাগিয়ে হার সালমাদের

খেলা

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার

নারী এশিয়া কাপে ভারতের বিপক্ষে ১৪২ রানের টার্গেটে জয়ের স্মৃতি রয়েছে টাইগ্রেসদের । বড় মঞ্চে সেই স্মৃতি ফেরানোর সুযোগ ছিল সালমাদের। কিন্তু ভক্ত-সমর্থকদের আশা জাগিয়েও শেষ পর্যন্ত তা পারলো না সালমা বাহিনী। ভারতের কাছে হারে বিশ্বকাপ মিশন শুরু করলো সালমারা। গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে ১৮ রানে হার দেখে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পার্থের ওয়াকা গ্রাউন্ডে ভারতকে ১৪২ রানে বেঁধে ফেলে সালমারা। জবাবে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট খোয়ান টাইগ্রেস ওপেনার শামিমা সুলতানা। পরে ক্রিজে থিতু হয়ে বড় ইনিংস খেলতে ব্যর্থ হন মুর্শিদা খাতুন (৩০), সানজিদা ইসলাম (১০) ও এবং নিগার সুলতানা (৩৫)।
‘ডাক’ মারেন ফারজানা হক। ২৬ বলের ইনিংসে নিগার হাঁকান পাঁচটি বাউন্ডারি। শেষ দিকে ফাহিমা খাতুন (১৭), জাহানারা আলম (১০) ও রুমানা আহমেদের (১৩) ব্যাটে ব্যবধানটা কমে কেবল। ১২৪/৮ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে বাংলাদেশ নারী ক্রিকেট।
পার্থে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমা খাতুন। ভারতকে ১৪২ রানে থামালো টাইগ্রেসরা। পার্থে বল হাতে ইনিংসের দ্বিতীয় ওভারেই আঘাত হানেন সালমা খাতুন। বাংলাদেশ অধিনায়কের ডেলিভারিতে পরাস্ত ভারতীয় ওপেনার ভাটিয়াকে স্টাম্পিং করেন টাইগ্রেস উইকেটরক্ষক নিগার সুলতানা। ৫ বলে ২ রান করেন তানিয়া। তবে ক্রিজের অপর প্রান্তে মারকুটে ব্যাটিংয়ে দ্রুত রান তোলায় মনোযোগী হন ভারতের আরেক ওপেনার শেফালি বার্মা। এতে ৫.২ ওভারে ৫৩/১ সংগ্রহ নিয়ে বড় পুঁজির সম্ভাবনা জাগায় ভারত। তবে পেসার পান্না ঘোষ শেফালি ও ভারতীয় অধিনায়ক হারমানপ্রিত কাউরকে সাজঘরে ফেরালে চাপে পড়ে তারা। ১৭ বলে ৩৯ রান করেন শেফালি। জেমিমা রদ্রিগজ করেন ৩৪ রান। শেষ দিকে বেদা কৃষ্ণমূর্তি করেন ১১ বলে ২০ রান। এতে ১৪২/৬ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে ভারত। বাংলাদেশের বল হাতে ৪ ওভারে স্পেলে সমান ২৫ রান দিয়ে দুটি করে উইকেট নেন সালমা ও পান্না।
২০১৮’র নারী এশিয়া কাপে ভারতের বিপক্ষে দুইবার জয় নিয়ে শিরোপা কুড়ায় বাংলাদেশ। কুয়ালালামপুরে গ্রুপ পর্বে ভারতের দেয়া ১৪২ রানের টার্গেট সাত উইকেট ও ২ বল হাতে রেখে পার করে টাইগ্রেসরা। আর ফাইনালে ভারতকে ১১২ রানে বেঁধে ফেলে তিন উইকেটের জয়ে শিরোপা কুড়ায় বাংলাদেশ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর