× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ভারতকে উড়িয়ে নিউজিল্যান্ডের ‘সেঞ্চুরি’

খেলা

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার

টেস্ট চ্যাম্পিয়নশিপে টানা সাত জয়ে উড়তে থাকা ভারতকে মাটিতে নামালো নিউজিল্যান্ড। ওয়েলিংটন টেস্টে ভারতের বিপক্ষে ১০ উইকেটের দাপুটে জয় পেলো কিউইরা। ম্যাচের দুই ইনিংসেই ২০০’র নিচে তল্পি তল্পা গুটায় ভারত। ট্রেন্ট বোল্ট-টিম সাউদির বোলিং তোপে টেস্টের এক নম্বর দল ভারতকে গুঁড়িয়ে অন্য এক সেঞ্চুরি পূরণ করলো নিউজিল্যান্ড। টেস্টে এটি নিউজিল্যান্ডের ১০০তম জয়। নিজেদের ক্রিকেট ইতিহাসে ৪৪১ টেস্টে ১০০ জয় পূর্ণ হলো কিউইদের। আর কিউইদের সেঞ্চুরিতে বড় নাম বোল্ট-সাউদি জুটির। নিউজিল্যান্ডের পাওয়া ১০০ জয়ের ২৮ ম্যাচে বল হাতে একসঙ্গে খেলতে দেখা গেছে বোল্ট-সাউদি জুটিকে।
টেস্ট চ্যাম্পিয়নশিপে টানা ৭ জয়ের পর প্রথম হারের স্বাদ পেলো বিরাট কোহলির দল। অন্যদিকে টানা তিন হারের পর জয়ে ফিরলো নিউজিল্যান্ড। টেস্ট চ্যাম্পিয়নশিপে এটি দ্বিতীয় জয় কেন উইলিয়ামসনের দলের। ৮ ম্যাচে সাত জয়ে ৩৬০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই রয়েছে ভারত। ৬ ম্যাচে দ্বিতীয় জয়ে ১২০ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড উঠে এসেছে পঞ্চম স্থানে।
গতকাল ম্যাচের চতুর্থ দিন লাঞ্চের আগেই ভারতের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ১৯১ রানে। মাত্র ৯ রানের লক্ষ্য পায় স্বাগতিকরা। লক্ষ্য ছুঁতে ২ ওভারও লাগেনি কিউইদের। ওয়েলিংটনের বেসিন রিজার্ভ মাঠে ৪ উইকেটে ১৪৪ রানে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল ভারত। এদিন মাত্র ৭৯ মিনিট স্থায়ী হয় সফরকারীদের ইনিংস। কিউই বোলিং তোপে মাত্র ৪৭ রান যোগ হয় ভারতের স্কোর বোর্ডে। দিনের মাত্র তৃতীয় ওভারেই দলীয় ১৪৮ রানে উইকেট খোয়ান ভারতের প্রথম ইনিংসে সর্বোচ্চ ৪৬ রান করা আজিঙ্কা রাহানে। দলের স্কোর ১৪৮-এ রেখেই ব্যক্তিগত ১৫ রানে সাজঘরের পথ ধরেন ভারতের শেষ স্বিকৃত ব্যাটসম্যান হনুমা বিহারী। আর প্রতিরোধের সম্ভাবনাও শেষ হয়ে যায় ভারতের। টিম সাউদি আগের দিন নিয়েছিলেন ১ উইকেট। এদিন ৪ উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারের দশমবারের মতো পাঁচ উইকেটের কীর্তি গড়েন সাউদি। দুই ইনিংসে ৯ উইকেট শিকারে সাউদি হয়েছেন ম্যাচসেরাও। বল হাতে ২১ ওভারের স্পেলে ৬১ রানে পাঁচ উইকেট নেন টিম সাউদি। ২২ ওভারের স্পেলে মাত্র ৩৯ রানে বোল্ট নেন চার উইকেট।
আগামী শনিবার ক্রাইস্টচার্চে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
সংক্ষিপ্ত স্কোর
ভারত প্রথম ইনিংস: ১৬৫
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৩৪৮
ভারত দ্বিতীয় ইনিংস: ৮১ ওভারে ১৯১ (মায়াঙ্ক ৫৮, রাহানে ২৯, পান্ত ২৫, কোহলি ১৯; সাউদি ৫/৬১, বোল্ট ৪/৩৯)
নিউজিল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ৯) ১.৪ ওভারে ৯/০ (ল্যাথাম ৭*, ব্লান্ডেল ২; ইশান্ত ০/৮)
ফল: নিউজিল্যান্ড ১০ উইকেটে জয়ী।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর