× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

মোদি থাকলে ভারত-পাকিস্তান সিরিজ হবে না, বললেন আফ্রিদি

খেলা

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার

ভারতের বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছে পাকিস্তান। ঘরোয়া টি-টোয়েন্টি আসর পাকিস্তান সুপার লীগের (পিএসএল) ম্যাচেও ভারত-পাকিস্তান ম্যাচের দাবির প্ল্যাকার্ড নিয়ে হাজির হয়েছিলেন দর্শক। কিন্তু দুই দেশের রাজনৈতিক অস্থিরতা সে আশা পূরণ হতে দিচ্ছে না। সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি তো বলেই দিয়েছেন, যতদিন নরেন্দ্র মোদি ভারতের ক্ষমতায় আছেন, ততদিন দ্বিপক্ষীয় কোনো সিরিজে ভারত ও পাকিস্তানকে মুখোমুখি হতে দেখার আশা ছেড়ে দিয়েছেন তিনি।
২০০৯ সালে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর আন্তর্জাতিক ক্রিকেট পাকিস্তানি দর্শকের জন্য সোনার হরিণ হয়ে উঠেছে। অবশেষে এক দশক পর দেশটি আবারও আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাচ্ছে ধীরে ধীরে। শ্রীলঙ্কার পর বাংলাদেশও পাকিস্তান সফর করে এসেছে। প্রথমবারের মতো দেশেই পুরো পিএসএল আয়োজন করছে পাকিস্তান। কিন্তু পাকিস্তানিরা এতেও সন্তুষ্ট না।
তাদের আশা ভারতকেও একদিন পাওয়া যাবে রাওয়ালপিন্ডি বা লাহোরে। কিন্তু শহীদ আফ্রিদির ধারণা, ভারতের ক্ষমতায় রদবদল না হলে ভারত-পাকিস্তান সিরিজ আয়োজন সম্ভব নয়। ইনসাইড আউট নামের এক অনুষ্ঠানে ভারত-পাকিস্তান সিরিজ সম্পর্কে শহীদ আফ্রিদি বলেছেন, ‘যত দিন মোদি ক্ষমতায় আছেন, আমার মনে হয় না ভারত সাড়া দেবে। আমরা কিংবা ভারতীয়রা সবাই জানি মোদি কীভাবে চিন্তা করে। তার চিন্তাভাবনা নেতিবাচক। একজন মানুষের কারণেই আমাদের সম্পর্ক খারাপ হচ্ছে। দুই দেশের লোকই চায় অন্য দেশ ঘুরে দেখতে। আমি জানি না মোদি কী চায় কিংবা তার আসল উদ্দেশ্য কী।’ ২০১২ সালে সর্বশেষ ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হয়েছিল। দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ভারতে গিয়েছিল পাকিস্তান। আর ভারত সর্বশেষ পাকিস্তানে গিয়েছিল ২০০৮ সালে, এশিয়া কাপ খেলতে। গত আট বছরে দুই দলকে শুধু আইসিসি আয়োজিত বিশ্বকাপ বা এশিয়া কাপে মুখোমুখি হতে দেখা গেছে। দুই দেশকে সর্বশেষ টেস্টে দেখার স্মৃতিতেও এক যুগের জমানো ধুলো। আফ্রিদি আশাবাদী ভারত না এলেও ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড ঠিকই পাকিস্তান ঘুরে যাবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর