× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ৮ মে ২০২৪, বুধবার , ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৯ শওয়াল ১৪৪৫ হিঃ

ভারতে ট্রাম্পের নৈশভোজে থাকছে কি!

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৪ বছর আগে) ফেব্রুয়ারি ২৫, ২০২০, মঙ্গলবার, ২:৪১ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে আজ মঙ্গলবার রাতে ভারতের রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রীয় ভোজসভায় পরিবেশন করা হবে ভেড়ার মাংসের বিরিয়ানি, রান আলিশান, ডাল রাইসিনা, স্যামন মাছের টিক্কা, লেমন করিয়েন্ডার স্যুপ। ওই ভোজ শেষে আজ রাতেই তার দুই দিনের ভারত সফরের ইতি টানার কথা। এর আগে নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা খাতে দুটি চুক্তি করেছে ভারত ও যুক্তরাষ্ট্র। বুধবার ভারতের সেনাবাহিনী ও নৌবাহিনীর জন্য যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার সরবরাহ বিষয়ক ৩০০ কোটি ডলারের একটি চুক্তি হওয়ার কথা রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কিছুক্ষণ আগে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন। সংবাদ সম্মেলনে মোদি বলেছেন, ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক শুধু সরকারের সঙ্গে সরকারের সম্পর্ক নয়। এর কেন্দ্রে রয়েছে জনগণ। এই সম্পর্ক জনগণের সঙ্গে জনগণের।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, দুদিনে, বিশেষ করে সোমবার একটি স্টেডিয়ামে (আয়োজিত অনুষ্ঠান) আমার জন্য ছিল বড় সম্মানের। আমার চেয়ে আপনার (নরেন্দ্র মোদি) জন্য এত মানুষ হয়তো সেখানে এসেছিলেন। যতবার আমি আপনার নাম উল্লেখ করেছি প্রতিবারই তারা স্লোগান দিয়েছে আরো জোরে। এখানকার জনগণ আপনাকে ভালবাসে।
আজ সকালে ভারতের রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনা দেয়া হয় ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পকে। সেখান থেকে তারা ছুটে যান রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে। সেখানে পুষ্পস্তবক অর্পণ করে এক মিনিট নীরবতা পালন করেন। যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমি ঘোষণা দিতে পেরে খুব খুশি হচ্ছি যে, আগামীকাল (বুধবার) আমাদের প্রতিনিধিরা কমপক্ষে ৩০০ কোটি ডলারের চুক্তি স্বাক্ষর করবেন। এর আওতায় থাকবে ভারতের সেনাবাহিনীর জন্য হেলিকপ্টার ও অন্যান্য সামরিক সরঞ্জাম।
এদিন দিল্লি সরকার চালিত একটি স্কুল পরিদর্শন করেছেন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প। ট্রাম্পের সংবাদ সম্মেলন শেষে আজই সন্ধ্যায় তাদের রাষ্ট্রপতি ভবনে নৈশভোজে অংশ নেয়ার কথা। এরপরই রাতে তারা ফিরে যাবেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর