× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

মুজিববর্ষ টি-টোয়েন্টি /এশিয়া ও বিশ্ব একাদশে থাকছেন যারা

খেলা

স্পোর্টস রিপোর্টার
২৬ ফেব্রুয়ারি ২০২০, বুধবার

মুজিববর্ষ টি-টোয়েন্টিতে বিশ্বকাপ একাদশের মুখোমুখি হবে এশিয়া একাদশ। ঢাকায় ম্যাচ দুটি মাঠে গড়ানোর কথা ১৮ ও ২১শে মার্চ। এশিয়া একাদশের হয়ে খেলতে পারেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার। এ নিয়ে গতকাল সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বিস্তারিত জানিয়েছেন। আগেই জানা গেছে, পাকিস্তান সুপার লীগ (পিএসএল) থাকায় এশিয়া একাদশে কোনো পাকিস্তানি ক্রিকেটার থাকছেন না।

বাংলাদেশের যারা থাকছেন
বাংলাদেশ থেকে আমরা ঠিক করেছি- যেহেতু দুটি ম্যাচ আছে। যদি এক ম্যাচে বেশি প্লেয়ারকে খেলাতে নাও পারি তাহলে পরের ম্যাচে ঘুরিয়ে ফিরিয়ে খেলাবো। তামিম, মুশফিক তো কনফার্ম। এই ব্যাপারে কোন সন্দেহ নেই।
এছাড়াও দুইজন আছে, একজন হলো রিয়াদ, আরেকজন মোস্তাফিজ। আরেকটা প্লেয়ারের থাকা নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে- লিটন কুমার দাস। লিটনের ব্যাপারেও কথা হয়েছে। কে ওপেন করবে না করবে, পজিশনের ওপর নির্ভর করবে আসলে। আমাদের সবচেয়ে ভালো প্লেয়ার যে খেলবেই তা না। ঐ জায়গায় হয়তো অন্যদের আরেকটু বেটার প্লেয়ার আছে। সবমিলিয়ে আমাদের ৪-৫ জন খেলবে এটা নিশ্চিত। কে খেলবে সেটা এগ্রিমেন্ট শেষে কোচ-ম্যানেজমেন্ট মিলে ঠিক করবে।

ভারতের যারা থাকবেন
এশিয়া একাদশের জন্য ভারত থেকে চারটা নাম আমরা অলরেডি পেয়ে গিয়েছি- ঋষভ পন্ত, কুলদীপ যাদব, শিখর ধাওয়ান এবং মোহাম্মদ শামি। আর একটা ম্যাচে লোকেশ রাহুলও খেলবে। একটা ম্যাচ কোহলি, একটা ম্যাচ লোকেশ রাহুল- এমন কথাবার্তা হচ্ছে। এখন পর্যন্ত এটা ফাইনাল হয়নি, তবে কেউ না কেউ খেলবে (কোহলি ও রাহুলের মধ্যে)।

আফগান, নেপালি ও লঙ্কান ক্রিকেটারও থাকবে
আমরা চিন্তা করছি আফগানিস্তান থেকে রশিদ খান, মুজিব উর রহমান, এ দুজনকে নেয়ার। তাদের সঙ্গে কথা মোটামুটি ফাইনাল। নেপাল থেকে সন্দ্বীপ লামিচানের সঙ্গে বলা হচ্ছে। শ্রীলঙ্কা থেকে আমি যদ্দুর জানি লাসিথ মালিঙ্গা ও পেরেরার সঙ্গে ফাইনাল হয়েছে কথাবার্তা।

বিশ্ব একাদশে যারা থাকছেন
বিশ্ব একাদশের এতগুলো নাম বলতে পারবো না। আমার দেখে দেখে বলতে হবে। দক্ষিণ আফ্রিকা থেকে ৩-৪ জন আসছে, ওয়েস্ট ইন্ডিজ থেকে ৩-৪ জন আসছে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ঐ সময় খেলা। তবুও বাইরে থাকা কারা আসতে পারে তা নিয়ে কথা হচ্ছে। ইংল্যান্ড থেকে জনি বেয়ারস্টো আসবে, দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস আছে, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল আছে।

সম্ভাব্য এশিয়া একাদশ: লোকেশ রাহুল (এক ম্যাচ), বিরাট কোহলি (এক ম্যাচের জন্য চেষ্টা চলমান), শিখর ধাওয়ান, ঋষভ পন্ত, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, থিসারা পেরেরা, লাসিথ মালিঙ্গা, রশিদ খান, মুজিব উর রহমান, সন্দ্বীপ লামিচানে, মোস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস।
সম্ভাব্য বিশ্ব একাদশ: কাইরন পোলার্ড, নিকোলাস পুরান, শেলডন কটরেল, ক্রিস গেইল, ব্রেন্ডন টেইলর, জনি বেয়ারস্টো, আদিল রশিদ, আলেক্স হেলস, ফাফ ডু প্লেসি, লুঙ্গি এনগিডি, অ্যান্ড্রু টাই ও মিচেল ম্যাকলেনাগান।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর