× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ববিতে টর্চার সেল: আবরার স্টাইলে নির্যাতন

বাংলারজমিন

ববি সংবাদদাতা
২৭ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার

বুয়েটে আবরারের পর এবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে আবরার স্টাইলে নির্যাতন চালিয়েছে ছাত্রলীগ পরিচয়ে একদল শিক্ষার্থী। ২৫শে ফেব্রুয়ারি, মঙ্গলবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলে এ ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ঘটনাসূত্রে জানা যায়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলে দীর্ঘদিন ধরে সিলগালা করা একটি রুমে সিলগালা  ভেঙে ছাত্রলীগ পরিচয়ে বসবাস করতেন একদল শিক্ষার্থী। কক্ষটিতে বিভিন্ন সময়ে বহিরাগতসহ দৈনন্দিন মাদক সেবনের মতো কর্মকাণ্ড করেন ওই শিক্ষার্থীরা। রুমটি কথিত টর্চার সেল বলেও বিভিন্ন সময়ে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে।  কিন্তু অদৃশ্য কারণে প্রশাসন বিষয়টি কর্ণপাত না করায় আরো বেপরোয়া হয়ে ওঠে শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় মঙ্গলবারের (২৫শে ফেব্রুয়ারি)  বিকালের ঘটনার জের ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী শাহ্‌জালাল ইয়ামিনকে রুম থেকে ডেকে নিয়ে কথিত টর্চার সেলে বসে হামলা চালায় সন্ত্রাসীরা। পরক্ষণে নিজের জীবন বাঁচাতে চিৎকার করলে সহপাঠীদের সহায়তায় হামলা থেকে কিছুটা রেহাই পান ওই শিক্ষার্থী। ঘটনার পরপরই শেরে বাংলা হলে আসেন প্রোভোস্ট ইব্রাহিম মোল্লা এবং ঘটনা খতিয়ে দেখে অবস্থা বুঝে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর