× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

বোয়ালমারী-ভাটিয়াপাড়া মহাসড়কের বেহালদশা

বাংলারজমিন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার

ফরিদপুরের বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক ইটভাটার মাটিতে বেহালদশা। বিশেষ করে সহস্রাইল থেকে ভাটপাড়া পর্যন্ত ৪ কিলোমিটার মহাসড়ক কাঁদাপানিতে একাকার। ইটভাটার মালিকরা ট্রলিতে করে মাটি টানায় সড়কে মাটি পড়ে এ দুরবস্থার সৃষ্টি হয়েছে। এ কারণে সড়কটি যানবাহনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। লঘুচাপে সৃষ্ট হালকা বৃষ্টিতে এ ধরনের পরিস্থিতি প্রতি বছরই সৃষ্টি হয়। স্থানীয় প্রশাসন মুখে সতর্ক করে দিলেও ভাটার মালিকরা তেমন একটা কর্ণপাত করেন না। অধিকাংশ ভাটা মহাসড়কের পাশে অবস্থিত। এ ছাড়া উপজেলার ঠাকুরপুর সাতৈর, ময়েনদিয়া বোয়ালমারী সদর আঞ্চলিক সড়কেরও একই অবস্থা।
সহস্রাইল গ্রামের বাসিন্দা আবুল বাশার মোল্যা বলেন, প্রশাসন শক্ত হাতে এগুলো মোকাবিলা না করলে দুর্ঘটনায় প্রাণহানির আশংকা রয়েছে। ইতিমধ্যে এ সড়কে দুই মোটরসাইকেল আরোহী রাস্তার উপর পড়ে আহত হয়েছে। তিনি আরো অভিযোগ করেন, কৃষি কাজের জন্য আনা ট্রলি মাটি টানার কাজে অবৈধ ভাবে ব্যবহার হচ্ছে। অল্প বয়সী ট্রলিচালকদের কোনো ট্রেনিং না থাকায় তারা বেপরোয়া ভাবে এসব চালায়। এ জন্য ট্রলি চাপায় উপজেলার বিভিন্ন স্থানে প্রাণহানির ঘটনাও ঘটেছে।
উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ জানান, বিভিন্ন সময় ইটভাটার মালিকদের সড়কের মাটি সরিয়ে ফেলার জন্য বলা হয়েছে। যদি তারা যথাযথ ব্যবস্থা না নেয় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর