× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১১ মে ২০২৪, শনিবার , ২৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৩ জিলক্বদ ১৪৪৫ হিঃ

ওয়ানডে সিরিজ খেলতে সিলেটে মাশরাফিরা

খেলা

ওয়েছ খছরু, সিলেট থেকে
২৮ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার

ওয়ানডে সিরিজ খেলতে গতকাল সন্ধ্যায় সিলেট পৌঁছেন মাশরাফি বাহিনী। বিমানের একটি ফ্লাইটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ ক্রিকেট দল। দুপুরে সিলেটে পা রাখে জিম্বাবুয়ে দলও। দু’দলকেই সিলেটে স্বাগত জানান ক্রীড়া কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাশ সুজক ও প্রথম বিভাগ ক্রিকেট লীগ কমিটির যুগ্ম সম্পাদক এহিয়া আহমদ সুজন। তবে গতকাল সিলেটে পৌঁছলেও কোনো দল অনুশীলন করেনি। আজ বাংলাদেশ ও জিম্বাবুয়ে উভয় দলই সিলেট আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে নামবে। এদিকে ওয়ানডে ক্রিকেটের জন্য প্রস্তুত সিলেট বিভাগীয় স্টেডিয়াম।
চা বাগানের ভেতরে নান্দনিক এই ক্রিকেট ভেন্যু প্রস্তুত বলে জানিয়েছেন সিলেট আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামের কিউরেটর সঞ্জিব আগারওয়াল। গতকাল মাঠে তিনি সাংবাদিকদের জানান মাঠ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। বিপিএলের পর এখানে কোনো খেলা হয়নি। এ কারণে কিছুটা কাজ করতে হচ্ছে। এটা খুবই সামান্য। এদিকে সিলেটের মাঠ বলতেই দর্শক। সিলেটের ক্রিকেটপ্রেমীরা মাশরাফিভক্ত। ফলে মাশরাফির জন্য এবার মাঠে বিপুল দর্শক উপস্থিত থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সিলেটের মিডিয়া ম্যানেজার ফরহাদ কোরেশি মানবজমিনকে জানিয়েছেন- খেলার আগের দিন টিকিট বিক্রি শুরু হবে। প্রথমে সেটি সিলেট জেলা স্টেডিয়ামের নির্ধারিত বুথে পাওয়া যাবে। এরপর মাঠে সিলেট আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামের কাউন্টারে টিকিট পাওয়া যাবে। তিনটি ওয়ানডের জন্য সিলেটের সব প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে বলে জানান তিনি। সিলেটে আগামী ১, ৩ ও ৬ই মার্চ তিনটি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর