× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

দিরাইয়ে আবদুল করিম লোক উৎসব শুরু আজ

বাংলারজমিন

দিরাই (সুনামগঞ্জ) সংবাদদাতা
২৮ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার

দিরাইয়ে একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে দুদিনব্যাপী শাহ অবদুল করিম লোক উৎসব। আয়োজক কমিটি সূত্রে জানা যায়, এবারের লোক উৎসবের প্রতিপাদ্য হচ্ছে শাহ আবদুল করিম রচিত গানের পক্তি ‘জ্ঞানী গুণী সবাই বলেন মুক্তি আসে মানবতায়, মানবতা বিনেরে মন, ধর্ম-কর্ম বিফলে যায়।’ বাউল সম্রাটের নিজ জন্মভূমি উজান ধলের সবুজ মাঠে শুক্রবার বিকেলে এ লোক উৎসবের উদ্বোধন করা হবে। শুক্রবার ও শনিবার দুদিনই বাউলপুত্র শাহ নুরজালালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, অর্থনীতিবিদ খলিকুজ্জামান, শাহ আবদুল করিমের ভক্তবৃন্দ, লোক গবেষকসহ জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা বক্তব্য রাখবেন। উভয় দিন সন্ধ্যার পর থেকে শুরু হয়ে ভোর রাত পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের বিখ্যাত শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করবেন।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর