× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

দক্ষিণ কোরিয়ায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৪ বছর আগে) ফেব্রুয়ারি ২৮, ২০২০, শুক্রবার, ২:৩০ পূর্বাহ্ন

দক্ষিণ কোরিয়ায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ হাজার অতিক্রম করেছে। শুক্রবার কোরিয়া সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আরো ২৫৬ জন। এতে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২২ জনে। চীনের বাইরে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের দেশে পরিণত হয়েছে দক্ষিণ কোরিয়া। সেখানে ইতিমধ্যে এর সংক্রমণে প্রাণ হারিয়েছেন ১৩ জন। এ খবর দিয়েছে স্ট্রেইট টাইমস।

খবরে বলা হয়, নতুন আক্রান্তের ৯০ শতাংশই দায়েগু শহরে। সেখান থেকেই দক্ষিণ কোরিয়ায় দেশজুড়ে ভাইরাসটি সংক্রমিত হয়েছে। তবে নতুন আক্রান্ত নিয়ে এর বেশি কোনো তথ্য দেয়নি কর্তৃপক্ষ।
দক্ষিণ কোরিয়ার বেশিরভাগ সংক্রমণের সঙ্গে যিশু খ্রিস্টের শিনচেওনজি গির্জার যোগসূত্র পাওয়া গেছে।

এদিকে,  ভাইরাস মোকাবিলা করতে ব্যর্থ হওয়ায় জনগণের তীব্র রোষানলে পড়েছে দক্ষিণ কোরিয়া সরকার ও শিনচেওনজি গ্রুপ। জনগণের ক্ষোভের মুখে শিনচেওনজি গ্রুপ তাদের ২ লাখের বেশি সদস্যের নাম সরকারের কাছে হস্তান্তর করেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দলটির সদস্যদের পরীক্ষা করে দেখবে। যাদের মধ্যে আক্রান্ত হওয়ার উপসর্গ দেখা দিয়েছে তাদের পৃথক করে রাখা হবে।

প্রসঙ্গত, কভিড-১৯ চীন থেকে ৪০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে, এতে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৮০০’র বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন ৮৩ হাজারের বেশি। এর বেশিরভাগই চীনে। তবে সম্প্রতি বিশ্বজুড়ে এর সংক্রমণের হার বেড়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, ভাইরাসটি বৈশ্বিক মহামারী আকার ধারণের দ্বারপ্রান্তে রয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর