× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

বয়স কম /মনোনয়ন জমা দেননি আওয়ামী লীগের প্রার্থী শিউলি

বাংলারজমিন

ইব্রাহিম খলিল, চট্টগ্রাম থেকে
২৯ ফেব্রুয়ারি ২০২০, শনিবার

২৫ বছরের নিচে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেয়। তবুও ২২ বছর ১২ দিন বয়সী শিউলী দে চসিক নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে পেলেন আওয়ামী লীগের মনোনয়ন। আর এ নিয়ে চট্টগ্রামজুড়ে শুরু হয় কানা-ঘুষা। যা সত্যে পরিণত হয় মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার। নিজের সংরক্ষিত ৫নং (১৪, ১৬ ও ২১) ওয়ার্ডে বিএনপিসহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে অনেকেই মনোনয়নপত্র জমা দিলেও শিউলী দে জমা দেননি। চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চসিকের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সংরক্ষিত ৫নং ওয়ার্ডে বিএনপির প্রার্থী হিসেবে মনোয়ারা বেগম মনি, স্বতন্ত্র হিসেবে রিজিয়া বেগম, আঞ্জুম আরা ও নবুয়ত আরা মনোনয়নপত্র জমা দিলেও মনোনয়ন জমা দেননি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শিউলী দে। এ বিষয়ে বক্তব্য জানার জন্য শিউলী দে‘র মুঠোফোনে যোগাযোগ করা হলে ব্যস্ততা দেখিয়ে তিনি কল কেটে দেন।
পরে একাধিকবার তার ফোন করা হলেও সাড়া দেননি তিনি। তবে শিউলী দে নিজের ফেসবুক আইডিতে উল্লেখ করেছেন, তার জন্ম ১৯৯৮ সালের ১৫ই ফেব্রুয়ারি। সে অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের দিনে তার বয়স ২২ বছর ১২ দিন। শিউলি দে ২০১৪ সালে এসএসসি ও ২০১৬ সালে এইচএসসি পাস করেন। ২০১৮ সালের ২৫শে জুন ছাত্রলীগে যোগ দেন। বর্তমানে চট্টগ্রামের ইসলামিয়া কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক তৃতীয় বর্ষে পড়াশোনা করছেন বলে উল্লেখ করেন তিনি। শিউলী ফেইসবুকে লিখেছেন, ২০১৯ সালের ২৬শে ফেব্রুয়ারি তার বিয়ে হয়। শিউলীর স্বামী বিকাশ দাশ সিটি কলেজে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। কোন পদে না থাকলেও বিকাশ নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমুর বন্ধু হিসেবে পরিচিত। শিউলি দের ফেসবুকের কভার ফটোতে তার সঙ্গে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেলের ছবিও দেখা গেছে। এদিকে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ এর ৯ (১) ধারায় উল্লেখ করা হয়েছে, কারো বয়স ২৫ পূর্ণ হলেই তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্য হবেন। কিন্তু সেই যোগ্যতা অর্জনের তিন বছর আগেই শিউলি দে নগরীর সংরক্ষিত ৫নং ওয়ার্ড (১৪, ১৫ ও ২১) থেকে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। প্রশ্ন উঠেছে কোন যাদুকাঠির বলে কম বয়সে শিউলি দে আওয়ামী লীগের মতো প্রাচীন দলের মনোনয়ন বাগিয়ে আনলেন? মনোনয়ন ফরম-যাচাই বাছাইয়ের সঙ্গে যারা যুক্ত, শিউলি দে-র বয়সের বিষয়টি তাদের চোখকে ফাঁকিই বা দিল কী করে ? এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের উপ দপ্তর সমপাদক সায়েম খান বলেন, বিষয়টি খতিয়ে দেখতে হবে। যদি সত্য হয় তাহলে মনোনয়ন অবশ্যই বাতিল হবে। এছাড়া তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর