× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

বান্দরবানে শিক্ষাবৃত্তি পেলো ৭২৫ শিক্ষার্থী

বাংলারজমিন

বান্দরবান প্রতিনিধি
২৯ ফেব্রুয়ারি ২০২০, শনিবার

বান্দরবানে আর কেউ অশিক্ষিত থাকবে না। সকলে শিক্ষার আলোয় আলোকিত হবে এমনটাই মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। শুক্রবার সকালে শহরের অরুণ সারকী টাউন হলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে পার্বত্যমন্ত্রী এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে বর্তমান আওয়ামী লীগ সরকার। আর এই সরকারের আমলেই শিক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য পরিকল্পনা ড. প্রকাশ কান্তি চৌধুরী এর সভাপতিত্বে এসময় শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মেসবাহুল ইসলাম, জেলা প্রশাসক মো.দাউদুল ইসলাম,পুলিশ সুপার জেরিন আখতার, পাবত্য জেলা পরিষদের মুখ্য নিবাহী কর্মকতা কাউছার হোসেন বান্দরবান সরকারি কলেজে অধ্যক্ষ প্রফেসর মো. মকছুদুল আমিন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক (পিডি) আবদুল আজিজ ও নিবাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাতসহ বান্দরবানের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন কলেজ- বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা। এসময় অনুষ্ঠানের শেষ পর্যায়ে বান্দরবানের সাত উপজেলার স্থায়ী বাসিন্দা বিভিন্ন কলেজে অধ্যায়নরত ৩১৬ জন শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে ও বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ৪০৯ জনকে ১০ হাজার টাকা করে মোট ৬৩ লক্ষ ২ হাজার টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর