× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

কালিহাতীতে গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্তদের পেনশনের দাবিতে সমাবেশ

বাংলারজমিন

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
২৯ ফেব্রুয়ারি ২০২০, শনিবার

 টাঙ্গাইলের কালিহাতীতে বার্ষিক উৎসব ভাতা, মাসিক চিকিৎসা ভাতা ও মাসিক পেনশন পুনঃস্থাপনের দাবিতে গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পালিমা-পোষণা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কালিহাতী উপজেলা  গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীর কল্যাণ সমিতির সভাপতি জুলহাস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় গ্রামীণ ব্যাংক অবসর প্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সমিতির উপদেষ্টা তোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, অর্থ সম্পাদক শরিফুজ্জামান তালুকদার, সহ সভাপতি হুমায়ন কবির ও মীর আশরাফ আলী এবং ভূঞাপুর উপজেলার কমিটির সহ-সভাপতি লুৎফর রহমান প্রমুখ। বক্তারা বলেন, সরকারি প্রজ্ঞাপন অনুসারী সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মাসিক পেনশন পুনঃস্থাপন করা হয়েছে। কিন্তু গ্রামীণ ব্যাংক কার্যকর করছে না। ফলে গ্রামীণ ব্যাংক থেকে অবসর নেয়া কর্মকর্তা-কর্মচারী ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন। এই অনুষ্ঠানে অংশ নেন টাঙ্গাইল জেলার সংগঠনের সদস্যরা।
তারা জানান, দাবি মেনে নেয়া না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয়া হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর