× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

ভরতনাট্যমগুরু ড. নর্তকী নটরাজকে ‘বন্ধু’র সম্মাননা

বিনোদন

স্টাফ রিপোর্টার
২৯ ফেব্রুয়ারি ২০২০, শনিবার

‘পদ্মশ্রী’খেতাব জয়ী ভরতনাট্যমগুরু ড. নর্তকী নটরাজকে সংবর্ধনা দিয়েছে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ‘বন্ধু’। শুক্রবার সন্ধ্যায় জাতীয় যাদুঘরের মূল মিলনায়তনে ভরতনাট্যমগুরু ড. নর্তকী নটরাজকে বন্ধুর পক্ষ থেকে সংবর্ধনা তুলে দেন ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী, বন্ধু’র চেয়ারপারসন আনিসুল ইসলাম হিরু এবং নির্বাহী পরিচালক সালেহ আহমেদ। পরে, সৌজন্য নৃত্য পরিবেশন করেন ড. নর্তকী নটরাজ। অনুষ্ঠানে আরো নৃত্য পরিবেশন করে হিজড়া (ট্রান্সজেন্ডার) জনগোষ্ঠীর সদস্যদের নিয়ে গঠিত বন্ধু’র সাংস্কৃতিক দল ‘সত্তা’।  ভরতনাট্যম গুরু ড. নর্তকী নটরাজ সংস্কৃতি (নৃত্যে) ক্ষেত্রে তার অবদানের ২০১৯ সালে ভারত সরকারের কাছ থেকে ‘পদ্মশ্রী’ সম্মাননা লাভ করেন। একজন ট্রান্সজেন্ডার (হিজড়া) জনগোষ্ঠীর সদস্য হিসেবে ড. নর্তকী নটরাজ সারা বিশ্বে প্রথম এরকম রাষ্ট্রীয় সম্মাননা অর্জন করেছেন। এছাড়াও ভারতের পেরিয়ার মানিয়াম্মাই বিশ্ববিদ্যালয় সম্মনসূচক ডক্টরেট ডিগ্রী প্রদান করেন নর্তকী নটরাজকে। বাংলাদেশের ট্রান্সজেন্ডার (হিজড়া) জনগোষ্ঠীর মধ্যে আত্ম-সচেতনতা তৈরি করতে, ডাইভারসিটি ফান্ড ফর পিস-ইউএনডিপি’র আর্থিক সহায়তায় এই সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বন্ধু। ড. নর্তকী নটরাজকে সম্মাননা প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশের হিজড়া জনগোষ্ঠীকে অধিকার সচেতন করার পাশাপাশি এই জনগোষ্ঠী নিয়ে জনসচেতনতা তৈরী করতেই এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বন্ধু।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর