× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

মেঘবাড়িতে বসেছে তারার মেলা

বিনোদন

স্টাফ রিপোর্টার
২৯ ফেব্রুয়ারি ২০২০, শনিবার

গাজীপুরের মেঘবাড়িতে আজ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আয়োজনে বসেছে রুপালী পর্দার তারকাদের মেলা। আজ সকাল থেকেই চলচ্চিত্রাঙ্গনের তারকাদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে মেঘবাড়ি রিসোর্ট। সকাল ৮টায় বিএফডিসি থেকে গাজীপুরের উদ্দেশ্যে যাত্রা করে চলচ্চিত্র অভিনয়শিল্পী ও আমন্ত্রিত অতিথিরা। আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছে চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, নৃত্য পরিচালক, টেকনিশিয়ানসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট  লোকজন। মেঘবাড়িতে আগে থেকেই অবস্থান করছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান। এ সময় অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান তারা। ঢাকাই চলচ্চিত্রের প্রবীণ-নবীনসহ প্রায় ছয়শত শিল্পী একত্রিত হয়েছেন সেখানে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীদের সংগঠন চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজন উপলক্ষে একত্রিত হয়েছেন এসব তারকারা।
প্রিয় সহকর্মী, বন্ধুদের একসঙ্গে পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন সবাই। শুরু হয় কুশল বিনিময়, খেলাধুলা, আড্ডা ও গান। বনভোজনে অংশ নেয়া তারকাদের মধ্যে রয়েছেন চিত্রনায়ক ফারুক, সোহেল রানা, ববিতা, চম্পা, অঞ্জনা সুলতানা, ডিপজল, রুবেল, নাঈম, শাবনাজ, আলেকজান্ডার বো, আমিন খান, বাপ্পারাজ, অপু বিশ্বাস, নাসরিন, জয় চৌধুরী, নাদিম, সাঞ্জু জন, অভি, সাইফ খান, আঁচল, জলি, বিপাশা, রোমানা নীড়, দিপালী, অমৃতাসহ অনেকে। এদিন সন্ধ্যায় মেঘবাড়িতে অনুষ্ঠিত হবে তারকাদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া সম্মাননা প্রদানের মধ্য দিয়ে শেষ হবে শিল্পী সমিতির বনভোজন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর