× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

রেকর্ড গড়া নৈপুণ্য রিতু মণির

খেলা

স্পোর্টস ডেস্ক
২৯ ফেব্রুয়ারি ২০২০, শনিবার

আসরে বাংলাদেশের শুরুর দুই ম্যাচে সাইড বেঞ্চে বসেই দেখেছেন দলের পরাজয়। অপেক্ষায় ছিলেন একটি সুযোগের। আর একাদশে সুযোগ পেয়েই কীর্তি গড়লেন রিতু মণি। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে বল হাতে মাত্র ১৮ রানে চার উইকেট নেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের এ মিডিয়াম পেসার।  চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি সেরা বোলিংয়ের রেকর্ড। এতে তিনি ছাড়িয়ে গেলেন ভারতীয় লেগস্পিনার পুনম যাদবের কীর্তিকে। মেলবোর্নের জাংসন ওভালে কিউই ইনিংসের ১০ ওভার শেষ হওয়ার পর পঞ্চম বোলার হিসেবে আক্রমণে আনা হয় রিতু মণিকে। বগুড়ার ২৭ বছর বয়সী এ মিডিয়াম পেসারের ক্যারিয়ার সেরা বোলিংয়ে মাত্র ২৫ রানে নিউজিল্যান্ডের শেষের ৮ উইকেট তুলে নেয় বাংলাদেশ। চার ওভারের স্পেলে মাত্র ১৮ রান খরচায় ৪ উইকেট নেন রিতু মণি।
২৯ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি তার সেরা বোলিংও।

এর আগে গত বছরের ডিসেম্বরে মালদ্বীপের বিপক্ষে নেয়া ১ রানে ৩ উইকেটই ছিল তার সেরা। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সেরা বোলিংয়ের রেকর্ডটাও নিজের করে নিয়েছেন রিতু মণি। গত ২১শে ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ১৯ রানে ৪ উইকেট নিয়েছিলেন ভারতীয় লেগস্পিনার পুনম যাদব। তবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সব মিলিয়ে সেরা বোলিংয়ের রেকর্ড থেকে বেশ দূরেই রয়েছেন রিতু। কুড়ি ওভারের বিশ্বকাপে নারীদের সেরা বোলিংয়ের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের দেবেন্দ্র দত্তিনের। গত আসরে বাংলাদেশের বিপক্ষেই মাত্র ৫ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এছাড়াও নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে বাংলাদেশের পক্ষে সেরা বোলিংয়ের রেকর্ডও নিজের করে নিয়েছেন রিতু। তিনি পেছনে ফেলেছেন ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে পান্না ঘোষের নেয়া ১৮ রানে ৩ উইকেটের কীর্তিকে। রিতু মণির রেকর্ডগড়া ম্যাচেই ৭ রানে ৩ উইকেট নিয়েছেন দলের অধিনায়ক সালমা খাতুন। যা এখন উঠে এসেছে দুই নম্বরে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর