করোনা আপডেট
ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে প্রথম বাংলাদেশির মৃত্যু
অনলাইন ডেস্ক
২০২০-০৩-২১
ইতালির লম্বারদিয়ায় প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫৫ বছর বয়সী এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুক্রবার স্থানীয় সময় রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জানা যায়, নিহতের গ্রামের বাড়ি নোয়াখালীতে। তিনি পরিবার নিয়ে ইতালির মিলান শহরে বসবাস করছিলেন। অনেক দিন ধরে সর্দি-কাশি ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। পরীক্ষা করার পরে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তার মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আতঙ্ক বেড়ে গেছে।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় ইউরোপের ওই দেশটিতে প্রাণ হারিয়েছেন ৬২৭ জন। একদিনে করোনাভাইরাসে মৃতের সংখ্যায় এটি একটি রেকর্ড। এর মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন।
জানা যায়, নিহতের গ্রামের বাড়ি নোয়াখালীতে। তিনি পরিবার নিয়ে ইতালির মিলান শহরে বসবাস করছিলেন। অনেক দিন ধরে সর্দি-কাশি ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। পরীক্ষা করার পরে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তার মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আতঙ্ক বেড়ে গেছে।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় ইউরোপের ওই দেশটিতে প্রাণ হারিয়েছেন ৬২৭ জন। একদিনে করোনাভাইরাসে মৃতের সংখ্যায় এটি একটি রেকর্ড। এর মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন।