করোনা আপডেট
‘লকডাউন করার সময় হয়েছে’
অনলাইন ডেস্ক
২০২০-০৩-২৩
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, মিডিয়া ব্যক্তিত্ব আব্দূন নূর তুষার বলেছেন, আমি আর ইকবাল কবীর (অধ্যাপক ডা. ইকবাল কবীর পরিচালক, পরিকল্পনা ও গবেষণা, স্বাস্থ্য অধিদপ্তর) কিন্তু একমত হয়েছি এখন লকডাউন করার সময় হয়েছে। এখন লকডাউন না করলে মানুষ টিকবে না। মানুষ না টিকলে পরে অর্থনীতিও টিকবে না। যে মানুষ পরিশ্রম করবে, কাজ করবে সে দরিদ্র জনগোষ্ঠী সবচেয়ে বেশি আক্রান্ত হবে। এবং সে দরিদ্র জনগোষ্ঠী না থাকলে এই যে আমরা এতো উন্নয়ন কর্মকাণ্ড করছি, মাটি টানার লোক থাকবে না, পাথর টানার লোক থাকবে না। আপনি আমি হয়তো টিকে যাবো কোন না কোন কারণে, আমাদের হাই লেভেল হাইজিন থাকার কারণে, আমাদের বাসা বাড়িতে প্রতিরক্ষা ব্যবস্থা নেয়ার কারণে।
বেসরকারি একাত্তর টিভিতে এক টকশোতে তিনি এসব কথা বলেন। এ আলোচনায় সংযুক্ত ডা. ইকবাল কবীরের কাছে উপস্থাপিকা প্রশ্ন রাখেন লকডাউন হচ্ছে না কেন? উত্তরে ইকবাল কবীর বলেন, এটা উর্ধ্বতন কতৃপক্ষের সিদ্ধান্তের ব্যাপার। কোন পর্যায়ে আমরা করবো। এরসঙ্গে অনেকগুলো বিষয় জড়িয়ে রয়েছে। বাংলাদেশের অর্থনীতি জড়িয়ে রয়েছে। বাংলাদেশের সচল অবস্থা জড়িয়ে আছে। পলিটিক্যাল, সামাজিক বিষয় আছে। সামগ্রিক বিষয় চিন্তা করে যে জাতীয় কমিটি আছে তারা বসে সিদ্ধান্ত নেবেন। তখন আব্দূন নূর তুষার বলেন, অন্যসব বিষয় বাদ দেন আপনি মনে করেন বাংলাদেশে আর কোন বিষয় নেই শুধু অসুখটা আছে এবং মানুষ আছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আপনি কি মনে করেন রোগটিকে আটকাতে লকডাউনের সময় হয়েছে। জবাবে ইকবাল কবীর বলেন, হয়েছে।